স্বল্প পুঁজিতে শুরু করুন এই ব্যবসা, বছরে আয় হবে ৯ লক্ষ টাকা

business idea

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন? অথচ কম পুঁজিতে লাভজনক ব্যবসা খুঁজে পাচ্ছেন না? তবে আমরা আপনার জন্য সঠিক উপায় বলে দিচ্ছি। আজকের এই প্রতিবেদনে আমরা এমন একটি ব্যবসার কথা (Business Idea) বলব, যা খুব সহজেই স্বল্প পুঁজিতে শুরু করা যায় এবং বছরে 9 লক্ষ টাকা পর্যন্ত আয় করার সুযোগ থাকে। কিন্তু কোন ব্যবসার কথা বলছি আমরা? জানতে হলে প্রতিবেদনটির উপর চোখ রাখুন।

কোন ব্যবসার কথা বলছি আমরা?

এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে, কোন ব্যবসায় এত লাভ হয়! আসলে আমরা বলছি কাগজের কাপ তৈরির ব্যবসার কথা, যার চাহিদা দিনের পর দিন বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমানে কাগজের কাপের চাহিদা আকাশছোঁয়া। আর এই মোক্ষম সময় যদি আপনি এই ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না। তবে হ্যাঁ, এর জন্য আপনাকে সামান্য বিনিয়োগ করতে হবে। কিন্তু আয় নিয়ে চিন্তা করার দরকার নেই।

কীভাবে শুরু করবেন এই ব্যবসা?

প্রথম কথা, দিনের পর দিন কাগজের কাপের ব্যবহার বাড়ছে। ফলে আপনি একটি কাগজের কাপের ছোট্ট কারখানা তৈরি করতে পারেন। এটি শুরু করার জন্য প্রথমে একটি কাগজের কাপ তৈরীর ভালো মেশিন কিনতে হবে। আর মেশিনটি ব্যবহার করেই আপনি প্রতিদিন প্রচুর পরিমাণে কাপ তৈরি করতে পারবেন।

জানিয়ে রাখি, এই মেশিনটি মোটামুটি 8 লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে। আর এই মেশিন দিয়ে খুব সহজেই কাগজের কাপ বানিয়ে নেওয়া যায়। শুধু তাই নয়, এই মেশিন দিয়েই কাপটিকে রং করে একেবারে আধুনিক ডিজাইনে লুক দেওয়া যায়। ফলে একটি মেশিন কিনতে পারলেই চিন্তামুক্ত।

কত কাপ তৈরি করতে পারবেন?

যদি আপনি একবার এই মেশিন কিনতে পারেন এবং নিয়মিত এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারেন, তাহলে প্রতিদিন প্রায় 75 হাজার কাপ তৈরি করতে পারবেন। অর্থাৎ বছরে আপনার বানানো কাপের সংখ্যা দাঁড়াবে প্রায় 10 লক্ষের কাছাকাছি। তবে এই মেশিন বসানোর জন্য আপনাকে জায়গার অবস্থা করতে হবে। নিজের জায়গা থাকলে তো আরো ভালো। পাশাপাশি কাঁচামাল ছাড়াও আপনার কিছু জিনিসের প্রয়োজন হতে পারে। আর ব্যবসা একবার সফল হলে আপনি প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন। অর্থাৎ বিনিয়োগের টাকা আপনার খুব তাড়াতাড়িই উঠে যাবে।

আরও পড়ুনঃ পুজোয় সরকারি অনুদান নিয়ে ফের মামলা হাইকোর্টে!

আয় কত হবে?

উদাহরণস্বরূপ, যদি আপনি ব্যবসা বড় করে প্রতিবছর 20 লক্ষ কাপ তৈরি করতে পারেন, তাহলে আপনার বছরে 15 লক্ষ টাকা আয় ছাড়িয়ে যাবে। ফলে আপনার প্রতি মাসেই লক্ষ লক্ষ টাকা আয় হবে। তবে এক্ষেত্রে আপনার উৎপাদন খরচ কিছুটা থাকবে। আর যদি কর্মী রাখেন, তাহলে তাদের কিছুটা মজুরি দিতে হবে। সেই হিসেবেও আপনি প্রতি বছরে 9 লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন। তাই যদি চাকরির বাজারের এই অবস্থার মধ্যেও ভালো কোনো ব্যবসা শুরু করতে চান, তাহলে আজই শুরু করুন এই কাগজের কাপের ব্যবসা এবং ভবিষ্যতকে সুরক্ষিত করে ফেলুন।

Leave a Comment