বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন 15 আগস্ট পালিত হবে 79তম স্বাধীনতা দিবস। তবে স্বাধীনতার এতগুলো বছর কাটিয়ে আসার পরও অনেকেই জানেনা না, ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার স্বাদ পাওয়ার পর কোন দেশ ভারতকে প্রথম স্বীকৃতি দিয়েছিল সে বিষয়ে।
রিপোর্ট বলছে, অল্প সংখ্যক মানুষ জেনে থাকলেও তাঁদের মধ্যে বেশিরভাগই ভুল জেনে রয়েছেন। আসলে স্বাধীনতার পর ভারতকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ এই মুহূর্তে ট্যারিফ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাই প্রথম দেশ, যে স্বাধীনতার পর ভারতকে স্বীকৃতি দিয়েছিল। আর এই স্বীকৃতির দরুণ বিশ্ব সম্প্রদায়ে স্থান নিশ্চিত হয়েছিল গান্ধীর দেশের।
আমেরিকার পথ ধরে একে একে ভারতকে স্বীকৃতি দেয় একাধিক দেশ
News 18 এর রিপোর্ট অনুযায়ী, ইতিহাসবিদদের মতে আমেরিকাই প্রথম দেশ যে স্বাধীনতার পর ভারতকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। জানা যায়, আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তরের আগেই আমেরিকা ভারতে তাদের দূতাবাস স্থাপন করে। যা ছিল ভারতের সর্বভৌমত্বের প্রাথমিক স্বীকৃতির ইঙ্গিত। এরপর আমেরিকার দেখানো সরণিতে হেঁটে, একে একে একাধিক বৃহৎ দেশ যেমন যুক্তরাজ্য বা ব্রিটেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া ও ফ্রান্সের মতো বহু দেশ ভারতকে স্বীকৃতি দেয়।।
ওয়াকিবহাল মহলের মতে, 1947 এ স্বাধীনতার পর থেকেই ভারত বিশ্বের বহু দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল। ধীরে ধীরে সেই সম্পর্কের পরিধি বাড়তে থাকে। আজ দীর্ঘ সময় পেরিয়ে ভারত বিশ্বের প্রায় সব প্রান্তেই।
অবশ্যই পড়ুন: ভারতের বাঁধ গুঁড়িয়ে দেব, অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব! আমেরিকায় বাতেলা মুনিরের
উল্লেখ্য, ভারতের ক্ষেত্রে স্বাধীনতার পর প্রথম স্বীকৃতি আমেরিকার তরফে আসলেও পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু স্বীকৃতিটা এসেছিল ইরান থেকে। হ্যাঁ, পাকিস্তান স্বাধীনতার পর বন্ধু ইরানের তরফেই প্রথম সবুজ সংকেত পেয়েছিল। বলা বাহুল্য, ইরানের পুরনো নাম কিন্তু পারস্য।