স্বাধীনতা দিবসেও ভারী বৃষ্টির সতর্কতা ৫ জেলায়, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা জেরে উত্তরের একাধিক জেলায় শুরু হয়েছে ব্যাপক বৃষ্টির তাণ্ডব। টানা বৃষ্টিতে উত্তরের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তবে দক্ষিণে এখনও কাটেনি সম্পূর্ণ দুর্যোগ। আগামীকালও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জেলায় জেলায়। শুধু তাই নয় বাড়বে অস্বস্তিকর গরম। এমতাবস্থায় ফের ঘূর্ণাবর্ত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এইমুহুর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যেটি কিনা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আশঙ্কা করা হচ্ছে আগামী দু’দিনের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ। যার সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও, প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। তার জেরেই আগামী কয়েকদিন বৃষ্টি হবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের দাপট কমবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে মৎস্যজীবীদের জন্য বাংলার উপকূলে কোনও সতর্কবার্তা নেই। কিন্তু উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলের মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের জন্য এবার পরিচয়পত্র দেবে রাজ্য সরকার! চলছে নকশা তৈরির কাজ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকলেও উত্তরবঙ্গে এইমুহুর্তে প্রবল বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং,কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টি হবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। যার ফলে উত্তরের নদীগুলোতে জলস্তর অনেকটাই বাড়বে। এমনকি পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে।

Leave a Comment