স্বাধীনতা সংগ্রামীরা ‘সন্ত্রাসবাদী’! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রশ্নপত্র ঘিরে বিতর্ক

প্রীতি পোদ্দার, কলকাতা: বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষায় প্রশ্নপত্র বিভ্রাট! স্বাধীনতা সংগ্রামীদের এবার সরাসরি ‘সন্ত্রাসবাদী’ হিসেবে দাগিয়ে দিল বিশ্ববিদ্যালয়! শিক্ষামহলে তৈরি হল জোর বিতর্ক। দেশ এবং দেশবাসীদের স্বাধীনতার লড়াইয়ের জন্য একাধিক সংগ্রামী নিজেদের প্রাণ বাজি রেখেছিলেন। অবশেষে বহু রক্ত ঝড়ার পর অত্যাচারী ইংরেজ শাসকদের থেকে দেশ বাঁচিয়ে ছিলেন তাঁরা। কিন্তু সেই সংগ্রামীদের, সন্ত্রাসবাদী হিসেবে এবার তুলোধোনা করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

ঘটনাটি কী?

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার বিদ‌্যাসাগর বিশ্ববিদ‌্যালয়ের ষষ্ঠ সেমেস্টারের ইতিহাস অনার্সের সি ১৪-টি পেপার তথা মর্ডান ন‌্যাশনালিজম ইন ইন্ডিয়া বিষয়ে পরীক্ষা ছিল। সেই প্রশ্নপত্রে ‘ক’ বিভাগের ১২ নম্বর প্রশ্ন নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছে ‘মেদিনীপুরের তিনজন জেলা ম‌্যাজিষ্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?’

এদিকে প্রশ্নে যাঁদের উল্লেখ করা হয়েছে তাঁরা ব্রিটিশ আমলে মেদিনীপুরের তিন জেলা ম্যাজিস্ট্রেট বার্জ, পেডি এবং ডগলাস। আর এই তিনজনকে হত্যা করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। স্বাভাবিকভাবেই এই প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে শিক্ষামহলে।

প্রশ্নপত্র নিয়ে জোর বিতর্ক

শিক্ষামহলের দাবি, পেডিকে হত্যা করে ছিলেন বিপ্লবী বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ, ডগলাসকে হত্যা করে ছিলেন প্রভাংশুশেখর পাল ও প্রদ্যোৎকুমার ভট্টাচার্য এবং বার্জকে হত্যা করে ছিলেন অনাথবন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্ত, রামকৃষ্ণ রায়, নির্মলজীবন ঘোষ ও ব্রজকিশোর চক্রবর্তী।

ভারতের স্বাধীনতার বিপ্লবে এই বিপ্লবীদের অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে আজও মেদিনীপুর শহর জুড়ে রয়েছে তাঁদের মূর্তি ও স্মৃতিস্তম্ভ। সেখানে দাঁড়িয়ে কীভাবে তাহলে তাঁদের সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হয়?

আরও পড়ুন: টানা বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যার আশঙ্কা! নবান্ন থেকে সতর্কবার্তা

ক্ষমা চাওয়ার দাবি শিক্ষামহলের

এদিকে বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষানুরাগী ঐক‌্য মঞ্চ থেকে শুরু করে শহিদ প্রশস্তি সমিতি। সম্পাদক কিংকর অধিকারী ও প্রাণোতোষ মাইতি জানিয়েছেন যে, “প্রশ্নপত্রে বিপ্লবীদের যেভাবে সন্ত্রাসবাদী আখ‌্যা দেওয়া হয়েছে তা অত‌্যন্ত আপত্তিজনক ও দুরভিসন্ধিমূলক।”

তাঁদের অভিযোগ, যাঁরা ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের ‘সন্ত্রাসবাদী’ বলা চরম অপমান। এই ভুল শুধুই ভাষার নয়, ইতিহাসের বিকৃতি বলেই মত তাঁদের। তাই অবিলম্বে ভুল স্বীকার করে সর্বসমক্ষে বিবৃতি দাবি করেছেন তাঁরা।

Leave a Comment