“স্বামীজীর বাড়ি প্রমোটিং হয়ে যাচ্ছে জেনে আমিই অধিগ্রহণ করে নিই!” বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee On Swami Vivekananda Kolkata House

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পূর্বের ঘোষণা মতোই সোমবার নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষ পর্ব মেটার পর এবার জোরকদমে শুরু হয়েছ দুর্গাগাঙ্গন তৈরির কাজ। তবে এদিন অনুষ্ঠানের মাঝেও ঘুরিয়ে ফিরিয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। একই সাথে আজ স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়ির প্রমোটিং নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “স্বামীজীর বাড়ি প্রমোটিং হয়ে যাচ্ছে জেনে আমি সেটা অধিগ্রহণ করে নিই।”

স্বামীজীর বাড়ি নিয়ে বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী

সোমবার, দুর্গাঙ্গন শিলান্যাসের পর বক্তব্য রাখার সময় হঠাৎ স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “অনেকে রয়েছে যারা ধর্ম নিয়ে বড় কথা বলেন। সুব্রত মৈত্র আজ বেঁচে নেই, তাকে আমি মনে রাখব। কেন জানেন? তিনি আমাকে রাতে ফোন করে জানিয়েছিলেন স্বামী বিবেকানন্দের বাড়ি প্রোমোটিং হয়ে যাচ্ছে। আসলে সিমলা স্ট্রিটের যে বাড়িটা স্বামীজির আসল বাড়ি। আমি শুনে বলি সেকী! কার এত সাহস!”

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “স্বামীজীর বাড়ি প্রমোটিং হয়ে যাচ্ছে খবরটা শোনার পরের দিনই আমি বাড়িটা অধিগ্রহণ করে নিয়েছিলাম আমাদের টাকা দিয়ে। পরবর্তীতে সবটাই স্বামীজিদের হাতে তুলে দেওয়া হয়েছে।”

এবার থেকে বাংলায় 365 দিনই হবে দুর্গাপুজো!

সোমবার, দুর্গাঙ্গনের শিলান্যাস প্রক্রিয়া শেষ করেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “এটা আমাদের সকলের কাছেই ঐতিহাসিক দিন। পশ্চিমবঙ্গের মুকুটে আরও একটা পালক যোগ হলো। এই দুর্গাঙ্গন 365 দিনই খোলা থাকবে। এর আগে যে জমিটা দেখেছিলাম সেটা 12 একরের ছিল। আমি বললাম করছি যখন ভাল ভাবেই করা হোক। পরে দেখি এই জায়গাটা আরও বড়।”

অবশ্যই পড়ুন: শীতে জুবুথুবু কলকাতা! আরও ঠান্ডা বাড়বে দক্ষিণবঙ্গে? আগামীকালের আবহাওয়া

মুখ্যমন্ত্রীর সংযোজন, এই দুর্গাঙ্গন বিশ্বের সবচেয়ে বড় দুর্গাঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখানে সারা বছর অর্থাৎ 365 দিন দুর্গা পুজো দেখার সৌভাগ্য হবে সকলের। সাংস্কৃতিক জগতের অনেক কর্মসংস্থান হবে। এখানেই তৈরি হবে একাধিক দোকান, কারুশিল্পীরা দোকান দেওয়ার সুযোগ পাবেন।”

অবশ্যই পড়ুন: ভারতে সংখ্যালঘুদের উপর গণসহিংসতার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করল বাংলাদেশ

প্রসঙ্গত, এদিন দুর্গাঙ্গনের শিলান্যাস করে মহাকাল মন্দিরের শিলান্যাস কবে হবে সে কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। ইতিমধ্যেই জমি দেখা হয়ে গিয়েছে। ট্রাস্ট তৈরি হয়ে গেলেই বাকি কাজ শুরু হবে।” এদিকে ইতিমধ্যেই দুর্গাঙ্গনের ট্রাস্টে দূর্গা মূর্তির টাকা জমা পড়ে গিয়েছে বলেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment