বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)। জানা যাচ্ছে, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে খেলার পরই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। আজ পর্যন্ত অস্ট্রেলিয়ার হলুদ জার্সি গায়ে দুবার বিশ্বকাপ জিতেছেন হিলি। তাঁর নেতৃত্বেই গত বছর অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে 16-0 তে গো হারা হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই 35 বছর বয়সী নামী উইকেট কিপার ব্যাটসম্যানের অবসরের খবর ভক্তদের হৃদয়ে কার্যত ঝড় তুলেছে। সবচেয়ে বড় কথা, হিলির স্বামী অস্ট্রেলিয়ার পুরুষ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। বলা চলে, তাঁর আগেই ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন হিলি।
কেন ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত?
2023 সালে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিংয়ের পর দলের সেনাপতির দায়িত্বটা পেয়েছিলেন হিলি। তিনিই এবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার বললেন, “অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য আমার যে আবেগ তা এখনও আগের মতোই আছে। তবে কেরিয়ারের শুরু থেকেই প্রতিযোগিতামূলক জেদ আমাকে তাগিদ দিত, সেটা বর্তমানে অনেকটাই হারিয়ে ফেলেছি। তাই অবসরের সিদ্ধান্ত।”
এদিন হিলি আরও বলেন, “ক্রিকেট থেকে অবসর নিলেও আমি আমার সতীর্থদের প্রচন্ড মিস করব। দলের জন্য জাতীয় সংগীত গাওয়া এবং অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করার মুহূর্তগুলো আমায় পুরনো কথা মনে করাবে। দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য বিরাট সম্মানের এবং গ্রিন অ্যান্ড গোল্ড জার্সিতে শেষ একটি সিরিজ খেলার সুযোগ পাওয়ায় আমি সত্যিই কৃতজ্ঞ।”
স্বামীর আগেই ক্রিকেট থেকে অবসর হিলির
অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিলি খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ভারতের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে তার দল। মার্চের সেই সিরিজ শেষ করেই আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নিয়ে নেবেন তিনি। এখানে বলে রাখা প্রয়োজন, হিলি অস্ট্রেলিয়ার দাপুটে বোলার মহাতারকা মিচেল স্টার্কের স্ত্রী। কিছুদিন আগেই অ্যাশেজ সিরিজে দাপট দেখিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন স্টার্ক। বর্তমানে ক্রিকেট নিয়ে পুরোপুরি ব্যস্ত অস্ট্রেলিয়ান তারকা। সেক্ষেত্রে বলাই যায়, স্বামী অবসর নেওয়ার আগেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন হিলি।
অবশ্যই পড়ুন: “পাঠানো হয়নি কোনও চিঠি!” বাংলাদেশের মিথ্যাচার ফাঁস করল ICC
উল্লেখ্য, বছর 35 এর হিলি আজ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের সংস্করণ মিলিয়ে 7 হাজারেরও বেশি রান করেছেন। সেই সাথে তার নামের পাশে রয়েছে 275টি ডিসমিসাল। এই মহিলা ক্রিকেটারই 2022 সালে ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বোচ্চ 170 রান করেছিলেন তিনি। তাঁর অবসরের কথা শুনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ শ্রদ্ধার সাথে বলেন, অ্যালিসা সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। তাঁর 15 বছরের কেরিয়ারে মাঠ এবং মাঠের বাইরে অজস্র অবদান রেখেছেন তিনি। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে তাঁর সাফল্য উদযাপন করার অপেক্ষায় আমরা।”