স্বামী নারায়ণ মন্দির থেকে লন্ডন ব্রিজ থিম হুগলির জিরাটে! দুপুর তিনটের পর নো এন্ট্রি

jirat durga puja

সহেলি মিত্র, কলকাতাঃ সামনেই রয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর আসন্ন এই পুজোকে ঘিরে সেজে উঠেছে একের পর এক প্যান্ডেল, শেষ পর্যায়ে রয়েছে প্রতিমা গড়ার কাজ। তবে এবারের পুজোয় চমক দেওয়ার জন্য প্রস্তুত হুগলির জিরাট (Jirat Durga Puja)। প্রতি বছরের মতো  চলতি বছরেও জিরাটে বেশ কিছু বড় দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। আর এই পুজোর আগে বা পরের সময়ে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছে পুলিশ। জায়গায় জায়গায় করা হচ্ছে নো এন্ট্রি। এর ফলে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

সেজে উঠছে জিরাট

এবারে সবথেকে বেশি আলোচনা হচ্ছে জিরাটের স্টেশন পাড়া ক্লাবের পুজো প্যান্ডেল নিয়ে। এবছরের থিম লন্ডন ব্রিজ। চলছে শেষ মুহূর্তের কাজ। এই ব্রিজটি একটি পুকুরের ওপর তৈরি করা হচ্ছে, যা সকলের কাছে বড় আকর্ষণ। অন্যদিকে জিরাট আদি বারোয়ারি পুজোতেও থাকছে চমক। এবছর তাঁদের থিম লন্ডনের স্বামী নারায়ণ মন্দির। এছাড়াও রয়েছে টিএনএস ক্লাবের পুজো, যেখানকার এবারের থিম ভ্যাটিকান সিটি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এহেন অবস্থায় জিরাটের বড় পুজোগুলি পরিদর্শনে নেমেছেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম।

জিরাটে দুপুরের পর নো এন্ট্রি

পুলিশের তরফে একাধিক নিয়ম বেঁধে দেওয়া হয়েছে পুজো কমিটিগুলির উদ্দেশ্যে। প্যান্ডেল স্ট্রাকচার থেকে শুরু করে ভিড় সামাল দেওয়ার ব্যবস্থা আরও অন্যান্য বিনোদনের জায়গা সঠিকভাবে করা সহ নানা নিয়ম সুষ্ঠুভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। এদিকে দুপুর ৩টের পর নাকি জিরাটের জায়গায় জায়গায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে বলে খবর।

পুলিশের বক্তব্য, প্রতি বছরের মতো এবছরও সবরকম দায়িত্বে থাকবে পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখা হবে। পুজোর সময়ে বাইক চলাচলের জন্য জিরাট রোড পুরোপুরি ব্লক করে দেওয়া হবে দুপুর ৩টের পর। মানুষ যাতে ভালোভাবে চলাচল করতে পারেন সেজন্য বিশেষ ব্যবস্থা করা হবে।

Leave a Comment