স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে নার্সের উপর হামলা মদ্যপ যুবকের, মাথায় পড়ল ২২টি সেলাই

Drunk Man Attack On Nurse In Birbhum

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বীরভূমের এক স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে আচমকা এক নার্সিং স্টাফের উপর পাথর দিয়ে হামলা মদ্যপ যুবকের (Drunk Man Attack On Nurse)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মহিলা স্বাস্থ্যকর্মী। সূত্রের খবর, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মদ্যপ যুবকের হামলায় ইতিমধ্যেই ওই মহিলার মাথায় পড়েছে 22টি সেলাই। গোটা ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এক নজরে গোটা ঘটনা

ভাই ফোটার আগের রাতে ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে বীরভূমের মহম্মদবাজার থানার অন্তর্গত কাঁইজুলি বিপিএইচসি। সূত্রের খবর, বুধবার যে নার্সিং স্টাফের উপর হামলার ঘটনাটি ঘটেছে তার নাম রিনা মন্ডল। স্থানীয় সূত্রে খবর, এদিন কাজ শেষ করে বাড়ি ফিরবেন তার ঠিক কয়েক মিনিট আগেই অভিযুক্ত মদ্যপ রাজীব কাহার ওই স্বাস্থ্য কেন্দ্রটির মধ্যে ঢুকে আচমকা তাঁর উপর হামলা চালায়।

জানা যায়, বড় আকারের পাথর দিয়ে সরাসরি রিনার মাথায় আঘাত করেন ওই অভিযুক্ত। এর আগে অভিযুক্তকে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করেন ওই মহিলা স্বাস্থ্যকর্মী। সেই চেঁচানি শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান হাসপাতালের অন্যান্য কর্মীরা। এরপরই অভিযুক্ত রাজীবকে পাকড়াও করেন তাঁরা। খবর দেওয়া হয় মহম্মদবাজার থানায়। সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর পেয়ে পরবর্তীতে এখানে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

কী কারণে এমন হামলা?

হঠাৎ কোন কারণে স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে ঢুকে ওই মহিলা স্বাস্থ্য কর্মীর উপর হামলা চালানো হল তার কারণ খুঁজছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ। আপাতত যা খবর, আগামী কয়েক দিন ধৃতকে দফায় দফায় জেরা করা হবে। যদিও অনেকেই বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় মাথা ঠিক না রাখতে পেরে ওই মহিলার উপর চড়াও হন রাজীব।

অবশ্যই পড়ুন: বিরাট, শুভমনদের ব্যর্থতা, দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ পকেটে পুড়ল অস্ট্রেলিয়া

উল্লেখ্য, হামলার পর স্বাস্থ্যকর্মী রিনা মন্ডলের মাথায় 22টি সেলাই পড়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। তাঁর অবস্থা এখনও যথেষ্ট উদ্বেগের। এদিকে গোটা ঘটনা জানার পর আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে রিনা মন্ডলের স্বামী সন্তোষ ঘোষের। তাঁর কথায়, ‘পুলিশ প্রশাসন ব্যবস্থা নিলেও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি।’ আগামী দিনে রিনা ওই স্বাস্থ্যকেন্দ্রে ডিউটি করতে পারবে কিনা তা নিয়েও বেশ সংশয় প্রকাশ করেছেন সন্তোষ বাবু। এক কথায়, অজানা এক যুবকের আঘাতে স্ত্রীয়ের এমন অবস্থা মেনে নিতে পারছেন না বীরভূমের বাসিন্দা।

Leave a Comment