স্লিপার কোচেও বসবে AI ভিত্তিক CCTV, চুরি করলে রেহাই পাবে না চোর! বড় ব্যবস্থা রেলের

CCTV Camera In Coaches

সহেলি মিত্র, কলকাতা: উৎসবের মরসুমে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করল রেল। এবার এমন ধরণের ব্যবস্থা কড়া হয়েছে যার দরুন একটা মাছি অবধি গলতে পারবে না নিরাপত্তা বেষ্টনী ভেদ করে। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, উত্তর মধ্য রেলওয়ে সকল ধরণের কোচে AI ভিত্তিক সিসিটিভি ক্যামেরা (CCTV Camera In Coach) স্থাপনের প্রস্তুতি নিচ্ছে।

১৮০০ কোচে বসছে AI ভিত্তিক সিসিটিভি

এখনও পর্যন্ত কেবল কিছু প্রিমিয়াম ট্রেন যেমন বন্দে ভারত এবং শতাব্দী ট্রেনের কোচগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে এখন সকল ধরণের কোচে এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য এটি করা হচ্ছে।

উল্লেখ্য, উত্তর মধ্য রেলওয়েতে প্রায় ১৮০০টি কোচ রয়েছে। এর মধ্যে রয়েছে ৮৯৫টি এলএইচবি এবং ৮৮৭টি আইসিএফ ক্যাটাগরির কোচ। সাধারণ এবং স্লিপার কোচে ৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, এবং এসি কোচে ৪টি ক্যামেরা স্থাপন করা হবে।

বিরাট ব্যবস্থা উত্তর মধ্য রেলওয়ের

এই ক্যামেরাগুলি এআই-এর মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। উত্তর মধ্য রেলওয়ের সিপিআরও শশীকান্ত ত্রিপাঠী বলেছেন যে সিসিটিভি ক্যামেরা ইনস্টলের মাধ্যমে ট্রেনগুলি আরও ভালভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে। ক্যামেরা ইনস্টলের পর অপরাধী এবং সংঘবদ্ধ চক্র যারা নিরীহ যাত্রীদের ক্ষতি করার চেষ্টা করে তাঁদের দমন করা হবে। ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য হল যাত্রীদের নিরাপত্তা উন্নত করা।

Leave a Comment