সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। আপনিও কি নন এসি স্লিপার ক্লাসে ভ্রমণ করেন? তাহলে জানিয়ে রাখি, এবার আপনিও বেডরোল (Bedroll In Sleeper Class) পাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ভ্রমণের সময় সব ক্লাসের যাত্রীদের যাতে সুবিধা হয় সেজন্য রেলের তরফে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার সেই পদক্ষেপ হিসেবেই এবার নন এসি স্লিপার ক্লাসে ভ্রমণকারীদের বেডরোলের ব্যবস্থা করবে। অর্থাৎ এই শীতে আর ঠকঠক করে কাঁপতে হবে না বাড়ি থেকেও চাদর বয়ে আনতে হবে না।
এবার স্লিপার ক্লাসেও মিলবে বেডরোল
আগামী ১ জানুয়ারু ২০২৬ থেকে, দক্ষিণ রেলওয়ের চেন্নাই বিভাগ দ্বারা পরিচালিত ট্রেনগুলিতে স্লিপার ক্লাসের যাত্রীরা পরিষ্কার চাদর, বালিশ এবং কভার পেতে পাবেন। চেন্নাই বিভাগ ২০২৩-২৪ সালে এর জন্য একটি পাইলট প্রকল্প পরিচালনা করে। যাত্রীরা এটি এত পছন্দ করেছেন যে এই সুবিধাটি এখন স্থায়ী হয়ে গেছে। প্রাথমিকভাবে, চেন্নাই বিভাগের ১০টি প্রধান ট্রেনে এই পরিষেবা শুরু হবে। রেলের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবে যাত্রীরাও খুশি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্ল্যাটফর্ম, সর্বত্র একই কথা বলা হচ্ছে।
একজন বলছেন, প্রয়াগরাজ এক্সপ্রেস এবং সঙ্গম এক্সপ্রেসে এই সুবিধা অবিলম্বে শুরু করা উচিত। তবে এই বেডরোল কিন্তু আপনি বিনামূল্যে পাবেন না। খরচ করতে হবে কিছু টাকা। জানা গিয়েছে, কোনও যাত্রী যদি রেলের কাছে অনুরোধ করে তবেই মাত্র ২০ থেকে ৫০ টাকার বিনিময়ে কম্বল, বালিশ মিলবে।
কী বলছেন সাধারণ মানুষ?
সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্র অঙ্কিত শর্মা নিয়মিত শিবগঙ্গা এক্সপ্রেসে ভ্রমণ করেন। তিনি বলেন, “শীতকালে কম্বল ছাড়া ট্রেনে ভ্রমণ করা খুবই অস্বস্তিকর। মাত্র ৫০ টাকায় একটি সম্পূর্ণ সেট পাওয়া আমাদের মতো ছাত্রদের জন্য আশীর্বাদ। ব্যাগে সবকিছু বহন করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে এবার স্লিপার ক্লাসে এই সুবিধা থাকাটা আনন্দের হবে।”
রেল কর্তারা বিশ্বাস করেন যে চেন্নাই মডেল সফল হলে, এটি শীঘ্রই সারা দেশে বাস্তবায়িত হবে। অর্থাৎ, প্রয়াগরাজ, ঝাঁসি, আগ্রা, কানপুর, লখনউ… প্রতিটি বিভাগের যাত্রীরা শীঘ্রই স্লিপার ট্রেনে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, কারণ বিছানার চাদর পরিষ্কার এবং প্যাকেটজাত থাকবে, নোংরা নয়।
আরও পড়ুনঃ ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য! ৯০ দিনের মধ্যে সিম বাইন্ডিংয়ের নির্দেশ DOT-র
রেল স্পষ্ট জানিয়েছে যে, যদি বেডরোল না মেলে তাহলে ট্রেন অ্যাটেন্ডেন্টকে অভিযোগ জানাতে হবে এবং ক্লেম ইনিশিয়েট করতে হবে। এরপর রেলের তরফে আপনার গন্তব্য স্টেশনে ২০ টাকা রিফান্ড দেওয়া হবে।