সহেলি মিত্র, কলকাতা: হংকং এর বহুতলে বিধ্বংসী আগুনের ঘটনা এখনো ভুলতে পারেননি বিশ্ববাসী। এই আগুনের কবলে পড়ে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। এবার এই ঘটনার রেশ কাটতে না কাটতে ভয়াবহ আগুন লাগল আরও এক বহুতলে। ঘটনাস্থল ইন্দোনেশিয়া। আগুন গিলে খেয়েছে বহু মানুষের প্রাণ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডের (Indonesia Fire) ঘটনা ঘটেছে। একটি অফিস ভবনে আগুন লেগেছে। আগুনে ২০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
ইন্দোনেশিয়ার বহুতলে ভয়াবহ আগুন
পুলিশ জানিয়েছে যে, সাত তলা ভবনটিতে আগুন লেগেছে, যার ফলে আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আগুন লাগার পর স্বাভাবিকভাবেই মধ্য জাকার্তার একটি এলাকা এবং তার আশেপাশের এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো বলেছেন, “এখনও পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে পাঁচজন পুরুষ এবং ১৫ জন মহিলা।” নিহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন বলে জানান তিনি। বহুতলটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস ছিল, যা খনি থেকে শুরু করে কৃষি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ড্রোন পরিষেবা প্রদানকারী একটি কোম্পানি। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এবং তাদের মনোযোগ সরিয়ে নেওয়া এবং নিরাপত্তার উপরই রয়েছে।
প্রাথমিক সূত্রে খবর, প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা উপরের তলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় কিছু কর্মচারী দুপুরের খাবার খাচ্ছিলেন, আবার অনেকে বাইরে ছিলেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দমকলকর্মীদের ভবন থেকে লোকজনকে সরিয়ে নিতে দেখা গেছে। কিছু কর্মীকে উপরের তলা থেকে লোকজনকে পালাতে সাহায্য করার জন্য পোর্টেবল সিঁড়ি ব্যবহার করতে দেখা গেছে।
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত শয়ে শয়ে মানুষের
ইন্দোনেশিয়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড গত মাসে হংকংয়ের তাই পো জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে যেখানে প্রায় ১৬০ জন নিহত হয়েছিলেন। অপরদিকে চলতি বছরের আগস্টে, এক উচ্ছৃঙ্খল জনতা ইন্দোনেশিয়ার সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়, যাতে কমপক্ষে তিনজন নিহত হন।