সৌভিক মুখার্জী, কলকাতা: সৌদি আরব সরকার ২০২৬ (Saudi Arabia Hajj 2026) এর হজ উপলক্ষে বিরাট সিদ্ধান্তের কথা ঘোষণা করল। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের জন্য বিশেষ ডাইরেক্ট হজ প্রোগ্রাম চালু করা হয়েছে এবার। জানা গিয়েছে, এর আওতায় প্যাকেজ বেছে নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আর এই পরিষেবা মিলছে সৌদি সরকারের নতুন নুসুক হজ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই। এমনকি এর মাধ্যমে ভারতীয় মুসলিমরা উপকৃত হবে।
কী এই ডাইরেক্ট হজ প্রোগ্রাম?
যেমনটা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের হজের জন্য যোগ্য দেশগুলির তীর্থযাত্রীরা এবার নিজের পছন্দ অনুযায়ী হজ প্যাকেজ বেছে নিতে পারবে। এমনকি নুসুক হজ প্ল্যাটফর্মে লগইন করে যাত্রীরা পরিষেবার মান, সুযোগ সুবিধা ও খরচের ভিত্তিতে বিভিন্ন প্যাকেজ দেখতে পাবে। পাশাপাশি প্যাকেজের তুলনাও করতে পারবে এবং সর্বোচ্চ পাঁচটি পছন্দের বিকল্প নির্বাচন করতে পারবে।
আর যেহেতু ভারত বিশ্বের অন্যতম বৃহৎ হজযাত্রী প্রেরণকারী দেশ, কারণ এখানে মুসলিম জনসংখ্যা অনেকটাই বেশি। সেই কারণে প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় মুসলিম হজ পালনের জন্য সৌদি আরব যান। তাই ডাইরেক্ট হজ প্রোগ্রামের আওতায় ভারত অন্তর্ভুক্ত হওয়াতে ভারতীয় হজ যাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে জানা গিয়েছে, ২০২৬ সালে হজ অনুষ্ঠিত হতে পারে মে মাসের শেষ সপ্তাহ নাগাদ।
কী কী সুবিধা মিলবে এই নুসুক হজ প্ল্যাটফর্মে?
সৌদি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, নুসুক হজ প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ডিজিটাল এবং স্বচ্ছ পরিষেবা প্রদান করবে। আর এখানে যাত্রীরা বিভিন্ন হজ প্যাকেজ তুলনা করতে পারবে। এমনকি ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে কিস্তিতে পেমেন্ট করতে পারবে। এমনকি সরকারিভাবে অনুমতি পরিষেবা প্রদানকারীদের তালিকা দেখতে পাবে। ফলত, কম বাজেটে হজ করতে যারা ইচ্ছুক, তাদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।
আরও পড়ুন: ‘২৭ হাজার কোটি …’ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা
তবে সৌদি সরকার হজ যাত্রীদের দ্রুত নুসুক হজ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার জন্য আগের তথ্য আপডেট করার অনুরোধ জানিয়েছে। আর ব্যক্তিগত তথ্য এবং নথিপত্র সঠিক রাখাও জরুরী। কারণ, কোনও তথ্য ভুল থাকলে পরবর্তীতে সমস্যা পোহাতে হতে পারে। পাশাপাশি পরিবারের সদস্যদের একসঙ্গে একই আবেদনে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যাচাই এবং অনুমোদনের প্রক্রিয়া আরও সহজ হয়।