হঠাৎ দীর্ঘকালীন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন প্রতিরক্ষা মন্ত্রী! কীসের ইঙ্গিত?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলাকে সামনে রেখে ভারত-পাক সংঘাত শেষ হয়েছে আজ প্রায় সাড়ে তিন মাস। কিন্তু তার পরও দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা লেগেই রয়েছে। আর ঠিক সেই আবহে, এবার দেশের সেনাকে দীর্ঘকালীন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে সব রকম চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।

হঠাৎ কেন এমন নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রীর?

বুধবার মধ্যপ্রদেশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, বর্তমান সময়ে যুদ্ধ খুব আকস্মিকভাবেই শুরু হয়ে যায়। তাই ঠিক কবে শত্রু আক্রমণ করতে পারে বা যুদ্ধ শুরু হতে পারে তা কেউ আগে থেকে বলতে পারেনা। সেই যুদ্ধ দু মাস, চার মাস এমনকি টানা 5 বছর পর্যন্তও চলতে পারে।

তাই এমন পরিস্থিতিতে, সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকা উচিত। গোটা বিশ্বের যুদ্ধ যুদ্ধ আবহাওয়াকে বুঝিয়ে রাজনাথ স্পষ্ট জানান, ভারত কোনও দিনই অপরের জমি দখল করতে চায় না। কিন্তু যদি কেউ ভাবে ভারতকে সহজে দমিয়ে ফেলা যাবে, কিংবা যদি কেউ এদেশের উপর আক্রমণ হানার চেষ্টা করে সেক্ষেত্রে ছেড়ে কথা বলবে না ভারত। আমরা সর্বোচ্চ ত্যাগের মধ্যে দিয়ে নিজেদের রক্ষা করতে সম্পূর্ণ তৈরি।

এদিন মূলত দেশের সেনাকে সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলে পাকিস্তানের উপর চালানো অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ হন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। রাজনাথের কথায়, অপারেশন সিঁদুরে গোটা বিশ্বকে আত্মনির্ভরতার উদাহরণ দেখিয়েছে ভারত। তবে এখনও অনেকটা পথ চলা বাকি।

অবশ্যই পড়ুন: ফিফার নির্বাসনের আশঙ্কায় AIFF! সবচেয়ে বড় ক্ষতিটা হবে মোহনবাগান সহ আরও এক ক্লাবের

উল্লেখ্য, বুধবার মধ্যপ্রদেশের ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, ভারতীয় বায়ুসেনার প্রধান এপি সিং, নৌ সেনার প্রধান দিনেশ ত্রিপাঠী সহ তিন বাহিনীর অন্যান্য উচ্চ পদস্থ কর্তারা।

Leave a Comment