হঠাৎ বন্ধু পুতিনের সাথে কথা মোদির, চিন থেকেও এল বড় বার্তা! চাপ বাড়বে ট্রাম্পের

Modi-Putin conversation China’s message, big update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুল্কের বোঝা চাপিয়ে ভারতের উপর দাদাগিরি দেখাতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লি কী চুপ করে থাকবে? কখনই না। ইতিমধ্যেই, আমেরিকার দ্বৈত নীতির প্রতিক্রিয়া জানিয়েছে বিদেশ মন্ত্রক। ট্রাম্পের 50 শতাংশ শুল্ক নিয়ে একেবারেই মুখ বুজে নেই ভারত।

আমেরিকান প্রেসিডেন্ট যখন রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে একের পর এক হুশিয়ারি দিয়ে চলেছেন, ঠিক সেই আবহে পারস্পরিক শুল্ক যুদ্ধে ভারত-আমেরিকার বাণিজ্যিক টানাপোড়েনকে সামনে রেখে বড় পদক্ষেপের পথে হাঁটতে পারে ভারত! চারিদিকে যখন এমন আলোচনা ঠিক সেই পরিস্থিতিতে বন্ধু ওরফে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক কী নিয়ে কথা হল দুজনের?

প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

আমেরিকার সাথে শুল্ক যুদ্ধের মাঝেই বন্ধু পুতিনের সাথে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদ্য সে খবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন তিনি। ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে ভারতের চৌকিদার জানান, বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সাথে বিস্তারিত কথোপকথন হল আমার। ইউক্রেনের বিষয়ে সর্বশেষ আপডেট জানানোর জন্য আমি তাঁকে ধন্যবাদ দিয়েছি।

পুতিনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অংশীদারিত্বের বিভিন্ন দিকগুলির অগ্রগতি নিয়ে ইচ্ছা প্রকাশ করেছি। সবশেষে প্রধানমন্ত্রী লেখেন, এবছর প্রেসিডেন্ট পুতিনের ভারতে আসার অপেক্ষায় রয়েছি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রধানমন্ত্রীর কথোপকথনের খবর প্রকাশ্যে আসতেই বেড়েছে জল্পনা। অনেকেই দাবি করছেন, আমেরিকার এমন বাড়াবাড়ির মাঝে রাশিয়ার সাথে ফের হয়তো বড়সড় ডিল হতে পারে ভারতের। আসলে, আমেরিকার শুল্ক সংক্রান্ত একরোখা মনোভাবের মাঝে হঠাৎ প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পুতিনের কথোপকথন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Modi-Putin conversation China's message, big update

মোদির চিন সফরকে স্বাগত জানিয়েছে ড্রাগন

আমেরিকার সাথে শুল্কযুদ্ধ আবহে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের খবর যেমন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিন্তায় ফেলেছে, তেমনই চিন্তা বেড়েছে প্রধানমন্ত্রী মোদির চিন সফর নিয়েও। রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই বেইজিং সফরে যাবেন নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, তার আগেই সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ড্রাগন।

অবশ্যই পড়ুন: একাধিক রুটে বাড়ছে মেট্রো, পরিষেবা মিলবে রাত পর্যন্ত! দেখুন নতুন সময়সূচি

এ প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রক জানায়, তিয়ানজিন সম্মেলন হয়ে উঠতে চলেছে সংহতি, বন্ধুত্ব এবং কার্যকরী সম্মেলনের অন্যতম মিলনক্ষেত্র। চিনা মন্ত্রকের তরফে এও বলা হয়, এই সম্মেলনের হাত ধরেই বৃহৎ উন্নয়নের যুগে প্রবেশ করবে এসসিও। সবমিলিয়ে, ট্রাম্পের শুল্ক বোমার আবহে প্রধানমন্ত্রীর চিন সফর ও রুশ প্রেসিডেন্টের ভারতে আগমনের খবরে ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাজ যে অনেকটাই বেড়েছে, তা বুঝে গিয়েছেন অনেকেই।

Leave a Comment