বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ বিকট শব্দ। থমকে যায় রাজধানী এক্সপ্রেস। ঘটনাস্থল, গড়বেতার কাছে অবস্থিত শিলাই হল্ট। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় ভুবেনেশ্বর থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাজধানী এক্সপ্রেস।
এমন সময়ে গড়বেতার শিলাই হল্ট পার করার আগেই জোরালো শব্দে কান বন্ধ হওয়ার যোগাড় হয় চালকের! থামে রাজধানী এক্সপ্রেস। এদিকে ওই দিনই তিন রাজ্যে বনধ ডেকেছিলেন মাওবাদীরা। যার জেরে ফের মাওবাদী আতঙ্ক শুরু হল জঙ্গলমহলে!
বন্ধ ছিল ট্রেন চলাচল!
রেল সূত্রে খবর, রবিবার রাতে শিলাই হল্ট পার করার আগেই বিকট শব্দ শুনতে পান রাজধানী এক্সপ্রেসের চালক। এরপরই তিনি খবর পাঠান পিয়ারডোবা স্টেশনে। দাঁড়িয়ে যায় রাজধানী। যার জেরে ওই অংশে বেশ খানিকটা সময় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের কুকুর
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আচমকা জোরালো শব্দ শুনতে পেয়ে রাজধানী এক্সপ্রেসের গার্ড এবং চালকের পিলে চমকে গিয়েছিল বলা যায়! এরপর তাঁরা রেল কর্তাদের খবর দিতেই কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশের ডগ স্কোয়াড। বেশ কিছুটা সময় ঘটনাস্থল পরীক্ষা করার পর অবশেষে ছাড়ে রাজধানী এক্সপ্রেস।
প্রসঙ্গত, রবিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন এসআরপি দেবশ্রী সান্যাল। ঘটনাস্থল পরিদর্শন করার পর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, খবর জানতে পেরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছাই। তবে লাইন বা ট্রেনের কোনও ক্ষতি হয়নি। ফরেন্সিক টিমকে পাঠানো হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।
অবশ্যই পড়ুন: হস্তমৈথুন করার ভিডিও পাঠাতেন মহিলাদের! ফাঁস বর্ধমানের তৃণমূল নেতার অপকীর্তি
বলা বাহুল্য, রবিবার রাতের ঘটনার পর সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছিলেন রেলের আধিকারিকরা। সূত্রের খবর, মাওবাদীদের বনধের মাঝে রবিবার রাতের ওই ঘটনাকে মোটেই হালকাভাবে দেখছেন না তাঁরা। ( সোর্স: আনন্দবাজার)