হঠাৎ মাঝরাতে হাসপাতালে ছুটলেন রোহিত শর্মা! কী হয়েছে হিটম্যানের? চিন্তায় ভক্তরা

Rohit Sharma Reach Hospital viral video Fans Are tensed

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় মহাতারকা রোহিত শর্মার ভরসা এখন শুধুই ওয়ানডে ফরম্যাট। চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে সেই আসরে প্রত্যাবর্তন করতে পারেন হিটম্যান। এহেন আবহে, হঠাৎ ভক্তদের চিন্তা বাড়ালেন টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক। আচমকা মাঝরাতে হাসপাতলে পৌঁছলেন রোহিত (Rohit Sharma Reach Hospital)। ভাইরাল হয়েছে সেই দৃশ্য। কিন্তু কী এমন হল বিরাট সতীর্থর?

কেন হঠাৎ হাসপাতালে গেলেন রোহিত শর্মা?

সোমবার Rushii নামক একটি X হ্যান্ডেল থেকে ভাইরাল হয়েছে রোহিত শর্মার হাসপাতালে যাওয়ার ভিডিও। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, মাঝরাতে গাড়ি থেকে নেমে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের ভেতরে ঢুকে যাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক। রোহিতকে হাসপাতালে পৌঁছতে দেখে যথেষ্ট চিন্তিত ভক্তরাও। কিন্তু ঠিক কী কারণে মাঝরাতেই হাসপাতালে পৌঁছতে হল ভারতীয় মহাতারকাকে, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, হয়তো পরিবার বা আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ হাসপাতালে ভর্তি থাকার কারণেই মাঝরাতেই ছুটতে হয়েছিল তাঁকে!

 

রোহিতের কামব্যাকের অপেক্ষায় ভক্তরা

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বহুদিন। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন হঠাৎ টেস্ট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ফলত, 22 গজে রোহিতের দাপাদাপি দেখার জন্য অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের। আপাতত যা খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অক্টোবরের ওয়ানডে সিরিজেই শেষ হতে পারে রোহিত ভক্তদের দীর্ঘ অপেক্ষা। ওয়ানডের ময়দানে দেখা মিলতে পারে রোকো জুটির। তবে বেশ কয়েকটি সূত্র এও বলছে, 30 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারতীয় এ বনাম অস্ট্রেলিয়া এ দলের ম্যাচে দেখা মিলতে পারে রোহিত শর্মার। কাজেই, এমনটা হলে আর খুব একটা বেশি অপেক্ষা করতে হবে না সমর্থকদের।

অবশ্যই পড়ুন: ভিন রাজ্য নয়, বাংলা বলায় এবার শিলিগুড়িতে চাকরি থেকে ছাঁটাই!

প্রসঙ্গত, আগামী 19 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই মহারণের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ইয়ো ইয়ো পরীক্ষায় পাস করে গিয়েছেন রোহিত শর্মা। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, অজিদের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে রোহিতকেই টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করতে দেখা যাবে। যদিও ওয়ানডে সিরিজ শেষ হলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবেন সূর্য কুমার যাদবেরা।

Leave a Comment