সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরসুম মানেই অনলাইনে কেনাকাটার হিড়িক! হ্যাঁ, দেশের ই-কমার্স প্ল্যাটফর্মগুলির সবথেকে ব্যস্ত সময় এটিই। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অনলাইনে কেনাকাটা করেন। সেই ভিড় সামলাতে এবং গ্রাহকদের দোরগোড়ায় সঠিক সময়ে পণ্য পৌঁছে দিতে বিরাট পদক্ষেপ নিল ফ্লিপকার্ট।
এবার কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, চলছে উৎসবের মরসুমে 2.2 লক্ষের বেশি মৌসুমি কর্মসংস্থানের (Flipkart Job) সুযোগ তৈরি করা হবে। এর মধ্যে সাপ্লাই চেইন, লজিস্টিকস এবং লাস্ট মাইল ডেলিভারি সম্পর্কিত বিভিন্ন রকম পদ রয়েছে। তবে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, জেনে নিন আজকের প্রতিবেদনে।
ছোট শহরগুলিতেই কর্মসংস্থান
ফ্লিপকার্ট এবার জানিয়েছে, এ বছর মূলত Tier-2 ও Tier-3 শহরগুলির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। গ্রাহকদের সুবিধার্থে 600টি নতুন ডেলিভারি হাব তৈরি করা হচ্ছে শুধুমাত্র উৎসবের মরসুমের জন্যই। ফলত মফস্বল থেকে শুরু করে ছোট শহরের বাসিন্দারা খুব দ্রুত পরিষেবা পাবে এবং একই সঙ্গে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
.@Flipkart is gearing up for The Big Billion Days with 2.2 lakh+ seasonal jobs across supply chain and logistics.
The festive ramp-up spans 28 states, with a focus on inclusion, delivery reach and training.
Flipkart is building a workforce ready for festive demand and long-term… pic.twitter.com/mKe4ebpkJe
— Flipkart Stories (@FlipkartStories) August 25, 2025
তবে এই কর্মসংস্থানের মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলা নিয়োগে। হ্যাঁ, ফ্লিপকার্ট জানিয়েছে, এবার 10% মহিলা কর্মী নিয়োগ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী কর্মীদের জন্য আলাদা করে সুযোগ তৈরি করে দেওয়া হবে, যাতে সমাজের সমস্ত স্তরের মানুষ এই কর্মসংস্থানের সুযোগ নিতে পারে।
আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৪৮,৪৮০! পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে নিয়োগ, চাকরির খবর
প্রতিযোগিতায় আমাজনও
উল্লেখ্য, শুধুমাত্র ফ্লিপকার্ট নয়, আমাজনও এবার একই পথে হাঁটছে। কারণ চলতি মাসের শুরুতে আমাজন ইন্ডিয়া ঘোষণা করেছিল যে, তারা 1.5 লক্ষের বেশি মৌসুমি কর্মসংস্থান তৈরি করবে। মূলত তাদের ফুলফিলমেট সেন্টার এবং লাস্ট মাইল ডেলিভারি স্টেশনগুলিতে এই নিয়োগ করা হবে। তাই উৎসবের মরসুমে বেকারদের জন্য যে এগুলি সুবর্ণ সুযোগ হতে চলেছে, তা বলার অপেক্ষা না।