প্রীতি পোদ্দার, কলকাতা: বয়স! সেটাতো শুধুমাত্র সংখ্যা মাত্র, কী আসে যায় তাতে! প্রেম কি আর থোড়াই বয়স দেখে হয়, শুধু দরকার মন। তখন বয়স-জাত-ধর্ম-বর্ণ সব ভুলে যায় মানুষ। আর মনে বাঁধতে থাকে প্রিয়জনের সংঙ্গে সংসার বাঁধার স্বপ্ন। আর সেই প্রেমের চক্করে এবার বাংলাদেশজুড়ে শুরু হল জোর চর্চা। পঁয়ত্রিশের যুবতীর বাড়ির সামনে বিয়ের অনশনে বসলেন পঁচাত্তরের বৃদ্ধ!
ঠিক কী ঘটেছে?
সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, গত শনিবার অর্থাৎ ১৬ আগস্ট সকাল থেকে বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালি গ্রামের ৩৫ বছরের এক যুবতীর বাড়িয়ে সামনে আমরণ অনশনে বসেছিলেন বাংলাদেশের মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা আবুল কাশেম মুন্সি। তাঁর বয়স ৭৫ ছুঁই ছুঁই। বিয়ের জন্য অনশন প্রসঙ্গে আবুল কাশেম মুন্সি বলেন, বেশ কয়েকদিন আগে নাকি তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এরপরেই বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখা শুরু করেন ওই বৃদ্ধ। শেষে ওই বছর ৩৫ এর মেয়েকেই মনে ধরে তাঁর। বিয়ের প্রস্তাবও দেওয়া হয় তাঁকে, আর তাতেই রাজি হন মেয়েটি। কিন্তু তারপরেই ঘটতে থাকে উল্টো ঘটনা।
টাকা নেওয়ার পরেই যোগাযোগ বিচ্ছিন্ন!
এদিন ৭৫ বছরের বৃদ্ধ দাবি করেন যে, বিয়ের কথা পাকাপাকি হতেই নাকি ওই মহিলা বৃদ্ধের কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নিয়েছিলেন। আর টাকা নেওয়ার পরই নাকি ওই মহিলার পাত্তা নেই। এমনকি গত কয়েকদিন ধরে কোনও কারণ ছাড়াই ওই যুবতী বৃদ্ধের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। শুধু তাই নয়, মহিলাটি নিজের বাড়ির ভুল ঠিকানাও প্রদান করে বৃদ্ধকে। এদিকে পঁচাত্তরের বৃদ্ধকে বিয়ের জন্য অনশনে বসার খবর জানাজানি হওয়া মাত্রই পালিয়ে গিয়েছেন ওই মহিলা। যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
আরও পড়ুন: ‘দিনে ১০০০ টাকা পাচ্ছি!’ বাংলাদেশি সন্দেহে আটক বাংলার শ্রমিকের ভাগ্য খুলল তামিলনাড়ুতে
কাশেম মুন্সি জানান, “আমাকে ভুল ঠিকানা দেয়। প্রায় ৪-৫ দিন অনেক খোঁজ নেওয়ার পর শনিবার সকালে ওর বাড়িতে আসি।” তিনি এই প্রসঙ্গে আরও বলেন যে, “হয় ওই মহিলা আমার টাকা দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে যে প্রতারণা হয়েছে, আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই।” ৩৫ এর ওই মহিলার পূর্ববর্তী রেকর্ড সূত্রে জানা গিয়েছে, এর আগে অনেকের থেকে নাকি মন বিনিময়ের অছিলায় গুচ্ছ গুচ্ছ টাকা হাতিয়ে নিয়েছেন। স্বভাবেও দোষ দিয়েছেন অনেকে, তাই এই ঘটনার কঠিন শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয় প্রতিবেশীরাও।