হলুদ, গোলাপি নয়! ফোন আপডেট করলেই এবার আসছে কালো দাগ! মুখ খুলল Samsung

সৌভিক মুখার্জী, কলকাতা: একটা সময় শুধুমাত্র সবুজ আর গোলাপি দাগ চিন্তার কারণ ছিল। তবে এবার সেই তালিকায় যুক্ত হল কালো দাগ। সম্প্রতি Samsung-র নতুন অপারেটিং সিস্টেম One UI 7 আপডেটের পর কিছু Galaxy Z Flip ফোন ব্যবহারকারীরা অদ্ভুত সমস্যার সম্মুখীন হচ্ছে। আচমকাই ফোনের স্ক্রিনে ভেসে আসছে ব্ল্যাক লাইন!

আপডেটের পরেই দেখা যাচ্ছে সমস্যা

যেখানে Samsung তাদের One UI 7 আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এসেছে। তবে সেই আপডেট Flip ফোন ব্যবহারকারীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, ফোন ফোল্ড করার পর অর্থাৎ বন্ধ করার পর স্ক্রিনে কালো লাইন দেখা যাচ্ছে। বিশেষ করে যারা স্মার্ট ভিউ ব্যবহার করছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি মাথাচাড়া দিয়া উঠছে।

হ্যাঁ, যখন ফোনটি ফুল স্ক্রিন অন কানেক্টেড ডিভাইস মোডে সেট করা হচ্ছে, তখন ফোনের স্ক্রিনে ওই কালো দাগ দেখা যাচ্ছে। মাঝে মাঝে স্মার্ট ভিউ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এই কালো দাগ স্থায়ী নয়। কিছু সময় পর আপনা আপনি তা মিলিয়ে যাচ্ছে। তবে প্রতিবার ফোন বন্ধ করলেই এই সমস্যা দেখা যাচ্ছে, যা সত্যিই বিরক্তিকর।

Samsung-এর তরফ থেকে কী বলা হয়েছে?

সম্প্রতি Sammy Fans নামের একটি টেক রিপোর্টিং প্ল্যাটফর্মের রিপোর্ট অনুযায়ী, Samsung এটিকে bug বলেই স্বীকার করছে। আর এই সমস্যা সমাধানের জন্য তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। Samsung-এর এক কমিউনিটি মডারেটর জানিয়েছে, এই সমস্যা মূলত Galaxy Z Flip-এর মধ্যেই সীমাবদ্ধ। এখনো পর্যন্ত অন্যান্য মডেলে এই ধরনের কোনো রিপোর্ট সামনে আসেনি।

কীভাবে বাঁচবেন এই কালো দাগ থেকে?

প্রসঙ্গত, এই কালো দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য Samsung নিজেই কিছু সেটিংস পরিবর্তনের পরামর্শ দিয়েছে। সেগুলি হল—

  • প্রথমে আপনার ফোনের কুইক সেটিংস স্লাইড করে নামান।
  • এবার Smart View আইকনটিতে ক্লিক করুন।
  • এরপর ‘Connecting to your device’ অপশনটিতে যান।
  • এরপর More Options > Settings অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর ‘Full screen on the phone’ অপশনটিকে সিলেক্ট করুন।

আরও পড়ুনঃ টিকিটের ফাইন ঢুকল TTE-র ব্যক্তিগত UPI-তে! প্রশ্নের মুখে ভারতীয় রেল

এই সেটিংসটি যদি বদলান, তাহলে ফোন খোলার সময় আর স্ক্রিনে কালো লাইন দেখা যাবে না। তবে হ্যাঁ, Samsung 24 জুলাই এই প্রযুক্তিগত ত্রুটিকে স্বীকৃতি দিয়েছে এবং জানিয়েছে, খুব শীঘ্রই এই সমস্যা সমাধান করা হবে। আর এর মধ্যে যদি কেউ সমস্যায় পড়েন, তাহলে সাময়িকভাবে এই সেটিংস পরিবর্তন করে মুক্তি পেতে পারেন।

Leave a Comment