সৌভিক মুখার্জী, কলকাতা: ফের সোনার দর নিয়ে দুঃসংবাদ। আজ আবারো অনেকটাই চড়ল হলুদ ধাতুর বাজার দর। এই নিয়ে টানা তিনদিন ঊর্ধ্বগতি সোনার বাজার। বিশ্ব বাজারের টালমাটাল অবস্থা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদার জেরেই সোনার দর মূলত ঊর্ধ্বগতিতে ঠেকেছে। অন্যদিকে রুপো নিয়ে আজ বিরাট সুখবর। কারণ সাদা ধাতুর দর আজ অনেকটাই কমেছে। কিন্তু কোন শহরে আজ কতই বিকোচ্ছে সোনা-রুপা? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
22 ক্যারেট হলমার্ক সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,150 টাকায়, যা গতকালের থেকে 250 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,660 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,810 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,710 টাকায়।
24 ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,000 টাকায়, যা গতকালের থেকে 250 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,900 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,050 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,950 টাকায়।
18 ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,180 টাকায়।
➣ আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,810 টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,180 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,300 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,220 টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,06,650 টাকায়, যা গতকালের তুলনায় 200 টাকা দরপতন।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,19,900 টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,09,900 টাকায়।
আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস চুনোপুঁটি! বিনিয়োগের সেরা ঠিকানা এই সরকারি স্কিম
এখনই কি বিনিয়োগ করবেন?
সোনার দরের এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের কপালে যে চিন্তার ভাঁজ ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি যারা গয়না হিসেবে সোনা কিনতে চাইছিলেন, তাদের জন্যও খারাপ খবর। তবে যারা রুপো কিনতে চান, তাদের জন্য এটি হতে পারে সেরা সুযোগ। কারণ আজ অনেকটাই পতন হয়েছে সাদা ধাতুর দর। কিন্তু বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করাই সিদ্ধান্তের পথে হাঁটবেন।