হল না রেহাই! মোহনবাগানকে শাস্তি দিল IFA লিগ কমিটি

IFA Punished Mohun Bagan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা লিগে সুপার সিক্সের স্বপ্ন শেষ হয়েছে আগেই। এবার কাটা ঘায়ে পড়ল নুনের ছিটে! মেসারার্সের বিরুদ্ধে দল না নামানোয় অবশেষে শাস্তি পেল মোহনবাগান। শাস্তি দিল স্বয়ং IFA লিগ কমিটি (IFA Punished Mohun Bagan)। জানা যাচ্ছে, ঘরোয়া লিগের ম্যাচ না খেলায় এবার সবুজ মেরুনের পয়েন্ট থেকে 2 নম্বর কেটে নিয়েছে লিগ কমিটি। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে না খেলায় একই দশা হয়েছে সাদার্নেরও।

কোন কারণ দেখিয়ে মেসারার্সের বিরুদ্ধে খেলেনি বাগান?

কলকাতা লিগের টানটান উত্তেজনার মধ্যে হঠাৎ মেসারার্সের বিপক্ষে দল নামাতে অস্বীকার করে মোহনবাগান। নেপথ্যে যুক্তি হিসেবে গঙ্গা পাড়ের ক্লাব জানিয়েছিল, একসঙ্গে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ খেলাটা তাদের পক্ষে সম্ভব নয়। তাই মেসারার্সের বিপক্ষে দল নামাতে পারবে না তারা।

যদিও, মোহনবাগান শিবিরের তরফে এমন যুক্তি শোনার পরই IFA তৎক্ষণাৎ জানিয়ে দেয়, সূচি পরিবর্তন করা সম্ভব নয়। নির্ধারিত সময়েই গড়াবে ম্যাচ। তবে তারিখ মতো নিয়ম মেনে মেসারার্স মাঠে উপস্থিত হলেও দেখা মেলেনি বাগান শিবিরের ছেলেদের। আর এরপর থেকেই IFA এর তরফে শাস্তি একেবারে পিঠে বেঁধে নিয়েছিল সবুজ মেরুন… আনুষ্ঠানিকভাবে তা জানানো ছিল সময়ের অপেক্ষা। আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, এবার সেই মতোই 2 পয়েন্ট কেটে রেখে বাগানকে শাস্তি দিল IFA লিগ কমিটি। এর জন্য অবশ্য বাগানের অবস্থানের কোনও পরিবর্তন হবে না।

শাস্তি পেল সার্দানও

মোহনবাগানের পথে হেঁটেই কলকাতা লিগে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দল নামাতে অস্বীকার করে সার্দান। এবার সেই কর্মকাণ্ডের শাস্তি বাবদ দলটির 2 পয়েন্ট কেটে নিয়েছে AFC লিগ কমিটি। বলা বাহুল্য, কমিটির সিদ্ধান্তের পর সার্দানের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে শূন্যতে। এদিকে বাতিল হয়ে যাওয়া ম্যাচের 3 পয়েন্ট দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারকে।

অবশ্যই পড়ুন: নেপালে গুলিবিদ্ধ ভারতীয় ট্রাকচালক!

উল্লেখ্য, কলকাতা প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্স পর্বের খেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। প্রথম আসরে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং ইউনাইটেড। তবে এর ঠিক আগে অর্থাৎ আগামীকাল, বুধবার থেকে শুরু হওয়া অবনমন পর্বের প্রথম আসরেই অবনতি থেকে বাঁচতে সার্দানের বিরুদ্ধে নিজেদের সর্বস্ব দিয়ে লড়বে মহামেডান।

Leave a Comment