হাইকোর্টের নির্দেশেই হল কাজ, অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের পোর্টালে উধাও OBC-A, B

প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমবঙ্গে OBC সংক্রান্ত মামলায় নয়া মোড়! হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায় প্রকাশের আগেই বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার! রাতারাতি রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের পোর্টালে দেখা গেল বড়সড় পরিবর্তন। উড়িয়ে দেওয়া হল OBC-র দুটি বিভাগ। যার ফলে রাজ্যে স্বাভাবিকভাবেই আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে কি হাইকোর্টের রায় মেনেই আগামীদিনে OBC সংরক্ষণ নীতি চালু হবে?

পোর্টালের বড় পরিবর্তন

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে এতদিন অনগ্রসর শ্রেণি তালিকার দুটি বিভাগ থাকত – OBC-A এবং OBC-B। কিন্তু এখন এই পোর্টালের হোম পেজে এই দুটি বিভাগ সম্পূর্ণভাবে উধাও করে দেওয়া হয়েছে। বর্তমানে শুধুমাত্র “OBC” শব্দটি দেখা যাচ্ছে।

নজরকাড়া বিষয় হল সেই বিভাগে ২০১০ সালের আগের ৬৬টি জাতিগোষ্ঠীর তালিকা রয়েছে। এদিকে এতদিন পর্যন্ত OBC-A এবং OBC-B এই দুটি ভাগের অধীনে বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সব মিলিয়ে সংরক্ষণের ব্যবস্থা ছিল ১৭ শতাংশ।

ভর্তি প্রক্রিয়ায় তৈরি হয়েছে সমস্যা

এদিকে পোর্টালের এই OBC পরিবর্তনে রাজ্যের চাকরিপ্রার্থী এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক প্রভাব পড়েছে। কারণ যেহেতু OBC-A এবং OBC-B-এর এই দুই বিভাগের যে আলাদা অস্তিত্ব ছিল এখন সেটি তুলে দেওয়া হয়েছে, তাই এক্ষেত্রে মনে করা হচ্ছে রাজ্য সরকার হাইকোর্টের রায় মেনেই আগামী দিনে OBC সংরক্ষণ নীতি কার্যকর করবে।

যদিও এই OBC পরিবর্তনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে SSC, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির ভর্তি প্রক্রিয়াকরণ। যদিও এখনও পর্যন্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায় প্রকাশিত হয়নি।

সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

কিছুদিন আগেই আদালতের নির্দেশ অমান্য করে OBC প্রক্রিয়ায় কলেজে ভর্তি করা হচ্ছে, এই অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছিল। সেই মামলায় হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ তাই রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, এই বিষয়টি নিয়ে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে।

এছাড়াও সেই হলফনামায় কলেজে আবেদন জমা নেওয়ার সময় থেকে শুরু করে ভর্তির ক্ষেত্রে ২০১০ সালের ওবিসি তালিকা অনুযায়ী কাজ হচ্ছে কি না, সেই বিষয়টিও বিস্তারিতভাবে জানাতে হবে।

আরও পড়ুন: মৌসুমী অক্ষরেখার দাপটে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

প্রসঙ্গত, গত ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও।

Leave a Comment