হাইকোর্টে জ্যোতিপ্রিয়দের জামিনের খারিজ আবেদন! রেশন দুর্নীতি মামলায় নয়া চাল ED-র

Ration Corruption Case

প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েক মাসের বিরতির পর ফের রেশন মামলায় (Ration  Corruption Case) সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! অভিযুক্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান-সহ তিন জনের জামিন বাতিলের জন্যে আবেদন করা হল হাইকোর্টে! আগামী ১২ সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই দুটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় জামিন বাতিলের মামলাকে ঘিরে শাসক শিবিরে রাজনৈতিক মতভেদ তৈরি হয়েছে।

জামিন পেয়েছিলেন জ্যোতিপ্রিয়!

উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ অক্টোবর তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। তাঁদের দাবি, রাজ্যে রেশন বিতরণে ব্যাপক দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়। এরপর গ্রেফতারির প্রায় ১৪ মাস তদন্তের পর, চলতি বছরের জানুয়ারিতে আদালতের নির্দেশে বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পান। কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে বিশ্রামে ছিলেন তিনি। তবে বর্তমানে দলীয় কাজে সক্রিয়তা বাড়িয়েছেন বালু দা। সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। এবার রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল ইডি।

কবে হবে মামলার শুনানি?

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED, রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান-সহ তিন জনের জামিন বাতিলের জন্য ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। তদন্তকারী সংস্থাটির আশঙ্কা, যেহেতু রেশন দুর্নীতি মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই জামিনে থাকাকালীন অভিযুক্তরা তদন্ত প্রক্রিয়ায় সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং মামলার গুরুত্বপূর্ণ নথি নষ্ট বা গোপনের চেষ্টা করতে পারেন। তাই অভিযুক্তদের বাইরে রাখা ঠিক হবে না। জানা গিয়েছে আগামী ১২ সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই দু’টি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ‘বাংলার অর্থনীতিকে পালটে দিয়েছে!’, লক্ষ্মীর ভান্ডারের ভূয়সী প্রশংসা RBI কর্তার

রেশন দুর্নীতি মামলায় অভিযুক্তদের জামিন বাতিলের ক্ষেত্রে করা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র মামলায় হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয়র আইনজীবীরা অবশ্য দাবি করেছেন, এখনও মামলা সংক্রান্ত কোনও নথি তাঁরা হাতে পাননি। তবে বিষয়টি নিয়ে তাঁরা আইনি পর্যবেক্ষণ শুরু করেছেন। সেক্ষেত্রে এবার দেখার পালা আগামী ১২ সেপ্টেম্বর ইডির আবেদনে হাই কোর্ট কোন পদক্ষেপ গ্রহণ করে। তবে এটি যে রাজনৈতিক ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে চলেছে তা বলা বাহুল্য।

Leave a Comment