হাইকোর্টে মামলা উঠতেই ‘ভুল’ স্বীকার করল SSC, প্রকাশ্যে নয়া সিদ্ধান্ত

School Service Commission

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার পর থেকেই SSC নিয়ে বিতর্কের শেষ নেই। প্রথমদিকে পরীক্ষা না নেওয়ার জন্য আন্দোলন করা হলেও শেষ পর্যন্ত গত ৭ এবং ১৪ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা সুসম্পন্ন হয়েছে। সম্প্রতি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু তাতেও কাটছে না জট। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী, এবার পরীক্ষার প্রশ্ন ভুল নিয়ে হাইকোর্টে মামলা তুলতেই নিজের মুখে ভুল স্বীকার করে নিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)।

বিতর্কের মাঝেই হয়েছিল পরীক্ষা

স্কুল সার্ভিস কমিশনের তরফে শিক্ষক নিয়োগের পরীক্ষার ৫৪ দিনের মাথায় গত ৭ নভেম্বর একাদশ-দ্বাদশের পরীক্ষার ফলাফল ও মডেল উত্তরপত্র প্রকাশ করেছিল SSC। প্রথমদিকে ওয়েবসাইট না খোলা নিয়ে অভিযোগ উঠল পরে সেটি ঠিক হয়ে যায়, কিন্তু প্রকাশিত আনসার শিটে কিছু ভুল নজরে আসে প্রার্থীদের। ২০ সেপ্টেম্বর তারা প্রাথমিক মডেল উত্তরপত্র প্রকাশ করেছিল। সেই উত্তরপত্রের বেশ কিছু উত্তরকে চ্যালেঞ্জ করেন পরীক্ষার্থীরা। সেই সব উত্তর খতিয়ে দেখে গত ৭ নভেম্বর চূড়ান্ত মডেল উত্তরপত্র প্রকাশ করে এসএসসি। কিন্তু তাতেও দেখা যাচ্ছে ভুল রয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, বাংলা , ভূগোল, ইতিহাস, পরিবেশবিদ্যা, এডুকেশন এই বিষয়ের মডেল উত্তরে একাধিক ভুল রয়েছে। আর এবার সেই নিয়ে মুখ খুলল কমিশন।

ভুল স্বীকার করল কমিশন

উত্তরপত্রে ভুল লেখা নিয়ে পরীক্ষার্থীরা যখন একাধিক বিতর্ক শুরু করেছে তখনই চাকরিপ্রার্থীদের একাংশ পরীক্ষার প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। আর তখনই নিজের ভুল স্বীকার করে কমিশন। এসএসসির তরফে জানানো হয় যে, ৭ নভেম্বর যে মডেল উত্তরপত্র আপলোড করা হয়েছিল, তাতে বাংলা ও ভূগোলে বিশেষজ্ঞ কমিটির দেওয়া তিনটি প্রশ্নের উত্তর ভুল রয়েছে। বাংলার ১২ নম্বর প্রশ্নের ঠিক উত্তর হবে বি, ভূগোলের ৬ নম্বর প্রশ্নের ঠিক উত্তর সি এবং ৩৩ নম্বর প্রশ্নের ঠিক উত্তর হবে সি। আর এই সত্যতা প্রকাশ্যে আসতেই পরীক্ষার্থীদের অভিযোগ, এই সংশোধনের ফলে ওই দু’টি বিষয়ে কোনও কোনও পরীক্ষার্থীর মোট নম্বর বেড়ে গিয়েছে। আবার কারও কমে গিয়েছে।

আরও পড়ুন: দলে থাকতে হলে… রোহিত, বিরাটকে বার্তা BCCI-র! উত্তর দিলেন শর্মাও

কী বলছে কমিশন?

প্রশ্ন ও উত্তরপত্র বিভ্রাটের মাঝেই একেবারে কালঘাম ছুটে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের। বিজ্ঞপ্তি দিয়ে SSC জানিয়েছে যে, ভুল প্রশ্নগুলির ক্ষেত্রে পুরো নম্বর পাবেন পরীক্ষার্থীরা। তাদের নম্বর শুধরে পুনরায় পূর্ণাঙ্গ ‘অ্যানসার কি’ প্রকাশ করার কথাও জানানো হয়েছে। তবে এক্ষেত্রে পরীক্ষার্থীদের আরও অভিযোগ শুধু বাংলা এবং ভূগোল নয়, ইতিহাস, পরিবেশবিদ্যা, এডুকেশন এই তিনটি বিষয়ের মডেল উত্তরেও একাধিক ভুল রয়েছে। তাই সেই উত্তরের সঠিক জবাব চাইতে এ বিষয়ে তাঁরা এবার এসএসসি-র দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই ভুল প্রশ্ন নিয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Leave a Comment