হাওড়ায় এসি লোকাল, হুমায়ুনের বাবরি মসজিদ…! একঝলকে আজকের সেরা ১০ খবর (৫ ডিসেম্বর)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ ডিসেম্বর, শুক্রবার। হাওড়ায় এসি লোকাল, হুমায়ুনের বাবরি মসজিদ, অতিরিক্ত মেট্রো, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শিয়ালদা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

শিয়ালদা ডিভিশনের পয়েন্ট নম্বর ২০৬ বি/২০৭ রূপান্তরের কাজের জন্য ৬ ডিসেম্বর রাত ১০:১০ থেকে ২৭ ডিসেম্বর সকাল ৫:৩০ পর্যন্ত সাত ঘন্টা ট্র্যাফিক ব্লক থাকবে। এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল হবে। আর বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ৩৩৪৩১ আপ শিয়ালদা-বারাসাত, ৩৩৪৩২ ডাউন বারাসাত-শিয়ালদা, ৩৩৮১৩ আপ শিয়ালদা-বনগাঁ, ৩৩৮১৮ ডাউন বনগাঁ-শিয়ালদা, ৩২২১১ আপ শিয়ালদা-ডানকুনি এবং ৩২২১২ ডাউন ডানকুনি-শিয়ালদা লোকাল। এর পাশাপাশি কিছু এক্সপ্রেস ট্রেন পুননির্ধারণ করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) কমবে সুদের হার, রেপো রেট কমালো আরবিআই

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট। আর এবার বর্তমান রেপো রেট দাঁড়িয়েছে ৫.২৫%। চলতি বছর এটি টানা তৃতীয়বার রেপো রেট হ্রাস। এর ফলে হোম লোন এবং অটো লোনের ইএমআই অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। আরবিআই-এর মনিটরি পলিসি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাকার মান কমা এবং মুদ্রাস্ফীতি হ্রাস পাওয়ার কারণেই মূলত রিজার্ভ ব্যাঙ্ক এই বড়সড় সিদ্ধান্তের পথে হেঁটেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) আখতার আলীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ সিবিআইআর-র

আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিটে আখতার আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে, অসুস্থ ভাই এর চিকিৎসা এবং ঋণের দোহাই দিয়ে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে ২.৩৯ লক্ষ টাকা নিয়েছিলেন এবং ঘুষ ও কাটমানির টাকা স্ত্রী কাশ্মীরি বেগমের অ্যাকাউন্টে পাঠাতেন। ২০১৯-২০ সালে ভেন্ডারদের সঙ্গে মিলে টেন্ডার সংক্রান্ত দুর্নীতি হয়েছে বলে ওই চার্জশিটে উল্লেখ করা রয়েছে। আর বিপ্লব সিংহ এবং সুমন হাজরা এই দুর্নীতিতে যুক্ত ছিলেন বলেই রিপোর্ট। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) জেলায় জেলায় জনদাবি পূরণ করতে উদ্যোগ নবান্নের

বিধানসভা ভোটের আগে জনদাবি পূরণে তৎপর হয়েছে নবান্ন। মুখ্য সচিব মনোজ পন্থের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার রাজ্যকে ৬ ভাগে ভাগ করে ২৩ জন শীর্ষ আধিকারিককে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হবে। মূলত সরকারি প্রকল্প যেমন বাংলার বাড়ি, পথশ্রী সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি অগ্রগতি বাস্তবায়ন এবং অভিযোগ নিস্পত্তি হবে মূলত তাদের প্রধান কাজ। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের সমস্যা তারা পর্যালোচনা করবে এবং সমাধান করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) লাগবে না ডেবিট কার্ডের চার্জ, উঠে যাবে মিনিমাম ব্যালান্সের নিয়ম

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পাশাপাশি এবার ব্যাঙ্কিং ব্যবস্থায় বড়সড় পরিবর্তন ঘোষণা করল। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টে আর কোনও স্পেশাল ক্যাটাগরি থাকবে না। ফলে সব ব্যাঙ্কেই জিরো ব্যালান্স অ্যাকাউন্ট রাখা যাবে। আর মিনিমাম ব্যালেন্স না থাকলেও জরিমানা লাগবে না। নতুন নিয়মে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে বিনামূল্যে ডেবিট কার্ড চেক বই পাবে এবং ডেবিট কার্ডে অতিরিক্ত চার্জও দিতে হবে না। ফলে ব্যাঙ্কিং প্রক্রিয়া আরও সহজ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) হুমায়ুনের বাবরি মসজিদে শিলান্যাস হস্তক্ষেপ করল না হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কোভির ঘোষিত বাবরি মসজিদ নির্মাণে আদালত হস্তক্ষেপ করবে না। এর ফলে শিলান্যাসের পথে কোনওরকম বাধা রইল না। তবে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের হাতেই থাকবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অযোধ্যার বাবরি ধ্বংস দিবস ৬ ডিসেম্ব শিলান্যাসের ঘোষণার পর রাজনৈতিক বিতর্ক আরও বেড়েছিল এবং জনস্বার্থে মামলাও দায়ের করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) প্রেমিকাকে অশালীন মন্তব্য করায় বন্ধুকে খুন আরেক বন্ধুর

উত্তরপ্রদেশের মিরাটে প্রেমিকাকে অশালীন মন্তব্য করার প্রতিশোধে এক যুবক নিজের বন্ধুকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ২৭ নভেম্বর রেললাইনের কাছে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তে তার পরিচয় জানা গিয়েছে। ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে রাজুর বন্ধু হানির নামই উঠে আসে। ৩ ডিসেম্বর তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং হত্যায় ব্যবহৃত ইটও উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে হানি জানিয়েছে, বছর দেড়েক আগে বাজারে রাজু তাকে মারধর এবং তার প্রেমিকাকে অপমান করেছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) হাওড়া ডিভিশনে চালু হচ্ছে এসি লোকাল

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ এসি লোকাল পরিষেবা সফল হওয়ায় এবার হাওড়া-ব্যান্ডেল রুটেও এসি লোকাল চালুর সম্ভাবনা রয়েছে। শিয়ালদা-রানাঘাট এবং শিয়ালদা-কৃষ্ণনগর রুটে যাত্রী ভিড় এবং চাহিদা দ্রুত বাড়ছে। ফলে আরও পাঁচটি নতুন এসি লোকাল চালানোর পরিকল্পনা রয়েছে। শিয়ালদা-কল্যাণী রুটে নতুন এসি লোকাল ইতোমধ্যেই চালু হয়ে গিয়েছে, যা সোম থেকে শনিবার পর্যন্ত চলবে। পাশাপাশি শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকাল রবিবারও চলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) রবিবার চলবে অতিরিক্ত মেট্রো

কলকাতা মেট্রোর নতুন ঘোষণা অনুযায়ী, রবিবার ২৭ ডিসেম্বর WBJS পরীক্ষার্থীদের সুবিধার জন্য সকাল থেকেই মেট্রো চলবে এবং গ্রীন লাইনে স্বাভাবিকের তুলনায় এক ঘন্টা আগে অর্থাৎ সকাল আটটা থেকে পরিষেবা চালু হবে। আপ এবং ডাউন মিলিয়ে ব্লু লাইনে ১৩০টির বদলে ১৩৬টি মেট্রো চলবে। গ্রীন লাইনে মোট ১১০টি রেক চালানো হবে। আর প্রথম রেক আটটায় এবং শেষ রেক আগের মতোই রাতে নির্ধারিত সময়ে ছাড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) দেশলাই না দেওয়াতে কুয়োতে ঝাঁপ মেরে আত্মহত্যা বৃদ্ধর

উত্তরপ্রদেশের ঝাঁসিতে দেশলাই না দেওয়াই এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মৃত মোহন সিং বিড়ি জ্বালাতে দেশলাই চাইলে পরিবার দিতে চায়নি এবং বকাঝকা করলে তিনি রাগে বাড়ি থেকে বেরিয়ে কুয়োতে ঝাঁপ দিয়েছেন। প্রত্যক্ষদর্শিরা দাবি করছে, ঝাঁপ দেওয়ার আগে তিনি জয় বজরংবলী ধ্বনি দিয়েছিলেন। পরিবার জানাচ্ছে, মোহন মদ্যপনে আসক্ত ছিলেন এবং সেই দিনও তিনি মদ্যপ অবস্থাতেই ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment