প্রীতি পোদ্দার, বালি: পশ্চিমবঙ্গের ২৬ এর বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির উৎসব। শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সকলেই কম বেশি ক্যাম্পেইন শুরু করেছে। এমতাবস্থায় হাওড়ার (Howrah) সাঁপুইপড়া বসুকাঠি এলাকায় ঘটল এক ঘটনা। বৃহস্পতিবার রাতে সাঁপুইপড়ার পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। আহত আর ১। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দু’জনেই।
ঘটনাটি কী?
স্থানীয় রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হাওড়ার বালিতে সাঁপুইপাড়া-বসুকাটী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু রাত ১০টা নাগাদ একটি অনুষ্ঠান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তবে সেই সময় তিনি একা ছিলেন না, তাঁর সঙ্গে ছিলেন অনুপম রানা নামের আরও এক জন। বাইক নিয়ে যখন নিশ্চিন্দা এলাকার বুড়ো শিবতলার কাছে এসেছিলেন সেই সময় বাইকে করে দু’জন দুষ্কৃতী দেবব্রতদের কাছে এসে পথ আটকায় এবং ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৬ রাউন্ড এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এরপর গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় দুজনেই সেখানেই লুটিয়ে পড়েন।
গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি দুজনে
জানা গিয়েছে, বাবু মণ্ডলের কাঁধে ও পেটে গুলি লেগেছে ও অনুপমের হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় দুজন ব্যক্তিকে পরে থাকতে দেখে স্থানীয়েরা ছুটে আসে এবং ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। কিন্তু সেখানে থেকে পরে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অনুপম রানা। ওইদিকে প্রধানের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দু’জনের অবস্থাই এখন আশঙ্কাজনক। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা জানার জন্যে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: মৃত ভোটারের এনামুরেশন ফর্ম পূরণ করে ভারতীয় হওয়ার চেষ্টা! ডানকুনিতে ধৃত বাংলাদেশি
হাওড়ার বালিতে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এর পিছনে রয়েছে বিজেপি। বিধায়ক কল্যাণ জানান, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। এদিকে, বিজেপি সূত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঘটেছে এই ঘটনা। তবে সবটাই নির্ভর করছে পুলিশি তদন্তের উপর। শেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।