সৌভিক মুখার্জী, কলকাতা: পূর্ব রেলের যাত্রীদের জন্য বিরাট সুখবর। অবশেষে বন্দে ভারত স্লিপার ট্রেনের সময়সূচি (Vande Bharat Sleeper Time Table) এবং স্টপেজ প্রকাশ করল রেলওয়ে বোর্ড। হাওড়া এবং কামাখ্যার মধ্যে বন্দে করার স্লিপারে যাত্রা যে আরও আরামদায়ক এবং দ্রুত হবে তা বলার অপেক্ষা রাখে না। মোট ১৬টি কোচ নিয়ে চলবে এই দ্রুত গতির ট্রেন। কিন্তু কোন কোন স্টপেজে দাঁড়াবে আর টাইমটেবিল কী রয়েছে? জানুন এই প্রতিবেদনে।
কবে উদ্বোধন হচ্ছে এই ট্রেন?
প্রসঙ্গত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে, আগামী ১৭ থেকে ১৮ দিনের মধ্যেই এই ট্রেন পরিষেবার সূচনা হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে মোটামুটি আগামী ১৮ জানুয়ারি নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন হতে পারে। আর এই ট্রেন হাওড়া এবং আসামের কামাখ্যার মধ্যে চলবে বলে জানানো হয়েছে। এমনকি এই রুটি মোট দুটি রেক চলবে এবং পরিচালনার দায়িত্বে থাকবে পূর্ব রেল।
কোন কোন স্টেজে থামবে ট্রেনটি?
রেলওয়ে বোর্ডের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ জংশন, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া এবং কামাখ্যাতে থামবে।
আরও পড়ুন: উত্তরবঙ্গ পাচ্ছে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে চলবে কোন রুটে?
টাইমটেবিল কী রয়েছে?
পূর্ব রেলের তরফ থেকে যে টাইমটেবিল দেওয়া হয়েছে সেই অনুযায়ী জানা যাচ্ছে, হাওড়া থেকে এই বন্দে ভারত স্লিপার ছাড়বে সন্ধ্যা ৬:২০ মিনিটে। তারপর—
- ব্যান্ডেল জংশনে পৌঁছবে ৬:৫৬ মিনিটে,
- নবদ্বীপ ধামে পৌঁছবে ৭:৩৬ মিনিটে,
- কাটোয়া জংশনে পৌঁছবে ৮:০৩ মিনিটে,
- আজিমগঞ্জ জংশনে পৌঁছবে ৮:৫০ মিনিটে,
- নিউ ফারাক্কা জংশনে পৌঁছবে ৯:৪১ মিনিটে,
- মালদা টাউনে পৌঁছবে ১০:৫০ মিনিটে,
- আলুয়াবাড়ি রোডে পৌঁছবে ১২:৫৮ মিনিটে,
- নিউ জলপাইগুড়ি পৌঁছবে ১:৪০ মিনিটে,
- জলপাইগুড়ি রোডে পৌঁছবে ২:২০ মিনিটে,
- নিউ কোচবিহারে পৌঁছবে ৩:৩০ মিনিটে,
- নিউ আলিপুরদুয়ারে পৌঁছবে ৩:৪৮ মিনিটে,
- নিউ বঙ্গাইগাঁও-এ পৌঁছবে ৫:২০ মিনিটে,
- রঙ্গিয়াতে পৌঁছবে ৬:৫০ মিনিটে এবং
- কামাখ্যাতে পৌঁছবে সকাল ৮;২০ মিনিটে।
উল্টোদিকে কামাখ্যা থেকে এই ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬:১৫ মিনিটে। তারপর—
- রঙ্গিয়াতে পৌঁছবে ৬:৪৮ মিনিটে,
- নিউ বঙ্গাইগাঁওতে পৌঁছবে ৮:০৮ মিনিটে,
- নিউ আলিপুরদুয়ারে পৌঁছবে ৯:২৩ মিনিটে,
- নিউ কোচবিহারে পৌঁছবে ৯:৪০ মিনিটে,
- জলপাইগুড়ি রোডে পৌঁছবে ১০:৫৫ মিনিটে,
- নিউ জলপাইগুড়িতে পৌঁছবে ১১:৩০ মিনিটে,
- আলুয়াবাড়ি রোডে পৌছাবে ১২:২৩ মিনিটে,
- মালদা টাউনে পৌঁছবে ৩:২৫ মিনিটে,
- নিউ ফরাক্কা জংশনে পৌঁছবে ৪:০৫ মিনিটে,
- আজিমগঞ্জ জংশনে পৌঁছবে ৪:৫৭ মিনিটে,
- কাটোয়া জংশনে পৌঁছবে ৫:৪৪ মিনিটে,
- নবদ্বীপ ধামে পৌঁছবে ৬:১৩ মিনিটে,
- ব্যান্ডেল জংশনে পৌঁছবে ৬:৫৮ মিনিটে এবং
- হাওড়াতে পৌঁছবে ৮:১৫ মিনিটে।

আরও পড়ুন: অতিরিক্ত ভিড়ের কারণে বেড়িয়ে গেলেন বিচারপতি! I-PAC কাণ্ডের পরবর্তী শুনানি কবে?
তবে উল্লেখ করার বিষয়, ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলবে। কামাখ্যা থেকে শুধুমাত্র বুধবার দিন ট্রেনটি চলবে না, আর হাওড়া থেকে বৃহস্পতিবার এই ট্রেন চলবে না। বাদবাকি প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে এই ট্রেন পাওয়া যাবে।