হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের লোয়ার বার্থে সিট পাবেন কীভাবে? জেনে রাখুন

Vande Bharat Sleeper lower berth seat booking rules

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper) নিয়ে অপেক্ষা শেষ হয়েছে দেশবাসীর। সব ঠিক থাকলে, আগামী 17 জানুয়ারি, বাংলার বুকে দাঁড়িয়ে বিশেষ ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই বিশেষ এক্সপ্রেস ট্রেন নিয়ে কৌতূহলের পারদ ক্রমশ বেড়েই চলেছে ভারতীয় রেলের যাত্রীদের। রেলের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, বন্দে ভারত স্লিপারে থাকছে না কোনও RAC টিকিটের ব্যবস্থা। কনফার্ম টিকিট থাকলে তবেই এই ট্রেনে যাত্রা করা যাবে। অনেকেরই প্রশ্ন এই বিশেষ ট্রেনে কীভাবে লোয়ার বার্থ পাওয়া যাবে?

বন্দে ভারত স্লিপার ট্রেনে লোয়ার বার্থ পাবেন কীভাবে?

বিধানসভা নির্বাচনের আগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়েছে বাংলা। রেলের তরফে পশ্চিমবঙ্গের যাত্রীদের বড় উপহার দিয়ে ইতিমধ্যেই ট্রেনের স্পিড থেকে শুরু করে ভাড়া, রুট সহ একাধিক তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত ছুটবে এই ট্রেন। সবচেয়ে বড় কথা, রেলের এই বিশেষ ট্রেনে গর্ভবতী মহিলা, দেশের প্রবীণ নাগরিক এমনকি বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা।

তবে সমস্যাটা হল, হাওড়া থেকে গুয়াহাটি যেতে অনেকেই এই ট্রেনের লোয়ার বার্থ খুঁজবেন। সাধারণত, ট্রেনের টিকিট বুক করার সময় লোয়ার বার্থ সিলেক্ট করে রাখলেও পরবর্তীকালে ভাগ্যে জোটে আপার বার্থ কিংবা মিডল বার্থ। সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন নতুন বন্দে ভারত স্লিপারে কীভাবে পাওয়া যাবে লোয়ার বার্থ?

অবশ্যই পড়ুন: এখনই কমছে না শীত, দক্ষিণবঙ্গের ৬ জেলায় হাড় কাঁপানো ঠান্ডা, আজকের আবহাওয়া

এ নিয়ে ভারতীয় রেলের কম্পিউটারাইজড রিজার্ভেশন সিস্টেমে 60 বছরের বেশি পুরুষ যাত্রী এবং 45 বছরের ঊর্ধ্বে মহিলা যাত্রীদের ট্রেনের টিকিট বুকিং করার সময় লোয়ার বার্থ দেওয়া হয়ে থাকে। কাজেই বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রেও এই নিয়মই প্রযোজ্য হবে। সে ক্ষেত্রে অল্প বয়সী কিংবা 60 বছরের কম মধ্যবয়স্ক পুরুষ এবং 45 এর কম মহিলারা লোয়ার বার্থ তখনই পাবেন যখন সিট ফাঁকা থাকবে।

রেলের নিয়ম অনুযায়ী, বন্দে ভারত স্লিপারের টিকিট বুকিং করার সময় যদি কোনও যাত্রী শিশুকে নিয়ে ভ্রমণ করেন এবং তার জন্য আলাদাভাবে সিটের প্রয়োজন পড়ে সে ক্ষেত্রে কোনও সিট ফাঁকা থাকলে তাঁকে লোয়ার বার্থ দেওয়া হবে। তবে টিকিট বুকিং করার সময় লোয়ার বার্থ সিলেক্ট না করলে আপার কিংবা মিডিল বার্থে জায়গা হতে পারে আপনার। কাজেই টিকিট বুকিংয়ের সময় অবশ্যই লোয়ার বার্থ সিলেক্ট করে রাখুন। সিট উপলব্ধ থাকলে নিচের বার্থই পাবেন আপনি।

Leave a Comment