হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে হতে পারে পাথর বৃষ্টি! কালিয়াচক থানায় চিঠি RPF-র

Vande Bharat Sleeper

সৌভিক মুখার্জী, কলকাতা: আজই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন যাত্রা শুরু করবে বাংলার মাটি থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ মালদহ টাউন স্টেশন থেকে এই প্রিমিয়াম ট্রেনের শুভ উদ্বোধন হবে। তবে তার আগেই অশান্তির আশঙ্কা বাড়িয়ে সতর্কতা জারি করল রেলওয়ে প্রটেকশন ফোর্স বা আরপিএফ। হ্যাঁ, বন্দে ভারত স্লিপারকে লক্ষ্য করে এবার তৈরি হল পাথর বৃষ্টির আশঙ্কা। আর এ বিষয়ে কালিয়াচক থানাকে চিঠি পাঠাল আরপিএফ।

পাথর ছোঁড়া এবং কালো পতাকা দেখানোর আশঙ্কা

আরপিএফ সূত্রে খবর, গোপন তথ্যের একটি ভিডিওতে আশঙ্কা করা হচ্ছে যে, বন্দে ভারত স্লিপার ট্রেন ছাড়ার পর সেটিকে লক্ষ্য করেই ছোঁড়া হতে পারে পাথর। এমনকি মোদীকে উদ্দেশ্য করে কালো পতাকা প্রদর্শন করার পরিকল্পনাও থাকতে পারে। আর এই সম্ভাবনার কথা উল্লেখ করে মালদহ কালিয়াচক থানার আইসি-কে লিখিতভাবে আরপিএফ চিঠি পাঠিয়েছে। এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে।

আরপিএফ-এর চিঠিতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে, ট্রেনটি মালদহ স্টেশন ছাড়ার পর মূলত জামিরঘাটা, খালতিপুর, চমগ্রাম, শঙ্খপাড়া, নিউ ফরাক্কা, বল্লালপুর, ধুলিয়ান, বাসুদেবপুর ইত্যাদি স্টেশান এবং সংলগ্ন এলাকাগুলিতে পাথর ছোঁড়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই ওই এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করতে হবে এবং কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পেনশন বৃদ্ধি, EPF-ESI এ বেতনের ঊর্ধ্বসীমা! ২০২৬-র বাজেটে হতে পারে একাধিক ঘোষণা

এদিকে আরপিএফ জানিয়েছে, সুবোধ কুমার সাউ নামের এক ব্যক্তি ই-মেইল এর মাধ্যমে তাদেরকে সতর্ক করেছেন। তাঁর দাবি অনুযায়ী, কিছু দুষ্কৃতী প্রথমে বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে লক্ষ্য করে পরিকল্পিতভাবেই হামলার ছক করেছে। আর সেই তথ্যের ভিত্তিতে আগাম পুলিশের দারস্থ হয়েছে আরপিএফ। উল্লেখ্য, এর আগে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে একাধিকবার পাথর ছোঁড়া হয়েছিল। আর সেই সমস্ত ঘটনার পর রেল এবং পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে। আর এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপারকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকেই তৎপর রেল।

Leave a Comment