হাওড়া টু সল্টলেক যাত্রীদের জন্য সুখবর, গ্রিন লাইনে টাইম বদলাল কলকাতা মেট্রো

Green Line (Kolkata Metro)

সহেলি মিত্র, কলকাতাঃ মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রইল সুখবর। গ্রিন লাইনে এবার আরও অতিরিক্ত মেট্রো রেল মিলবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যাত্রীদের সুবিধার্থে গত শুক্রবার মেট্রো রেলের তরফে এক বিবৃতি জারি করা হয়েছে। আর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, কলকাতা মেট্রো গ্রিন লাইনে তাদের কাজের সময় বাড়িয়ে দৈনিক পরিষেবার সংখ্যা বৃদ্ধি করবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গ্রিন লাইনে বাড়ল মেট্রো সংখ্যা

মেট্রো রেল কর্তৃপক্ষে জানিয়েছে, এই রুটে ট্রেনগুলি এখন রাত ১০টা পর্যন্ত চলবে। আগামী সোমবার অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে শুক্রবার পর্যন্ত মোট ২২৮টি পরিষেবা পরিচালিত হবে। বর্তমানে ২২৬টি রেক চলছে রুটে। শেষ ট্রেনগুলি সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে রাত ৯.৫৫ মিনিটে ছেড়ে যাবে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত একটি অতিরিক্ত পরিষেবা রাত ১০.০৫ মিনিটে চালানো হবে।

আরও পড়ুনঃ মেসির সফরে উপেক্ষিত ইস্টবেঙ্গল-মহামেডান! ‘যেচে অপমানিত হতে চাই না’, বললেন কর্তা

বিবৃতি অনুযায়ী, “শনিবার, ২০২টি পরিষেবার পরিবর্তে ২০৪টি পরিষেবা পরিচালিত হবে। রবিবার, ১০৪টি পরিষেবার পরিবর্তে ১০৮টি পরিষেবা পরিচালিত হবে।”

একনজরে মেট্রোর সময়সূচী দেখে নিন

প্রথম পরিষেবা:

সল্টলেক সেক্টর ভি থেকে হাওড়া ময়দান পর্যন্ত ০৬.৩৯ ঘন্টায় (কোনও পরিবর্তন নেই)।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ভি পর্যন্ত ০৬.৪৫ মিনিটে (০৬.৩০ টার পরিবর্তে)।

শেষ পরিষেবা:

সল্টলেক সেক্টর ভি থেকে হাওড়া ময়দানে (২১.৪৭ টার পরিবর্তে) রাত ৯.৫৫ মিনিটে।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রাত ৯.৫৫ মিনিটে (২১.৪৫ টার পরিবর্তে)।

হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক (নতুন পরিষেবা) রাত ১২.০৫ মিনিটে।

রবিবারের পরিষেবা:

প্রথম পরিষেবা:

সল্টলেক সেক্টর ভি থেকে হাওড়া ময়দান পর্যন্ত ০৯.০২ ঘন্টায় (কোনও পরিবর্তন নেই)।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সকাল ০৯.০০ টায় (কোনও পরিবর্তন নেই)।

সকাল ৯.০০ টায় সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান (নতুন পরিষেবা)।

শেষ পরিষেবা:

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানে (২১.৪৭ টার পরিবর্তে) রাত ৯.৫৫ মিনিটে।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রাত ৯.৫৫ মিনিটে (২১.৪৫ টার পরিবর্তে)।

হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক (নতুন পরিষেবা) রাত ১২.০৫ মিনিটে।

Leave a Comment