সহেলি মিত্র, কলকাতা: ফের একবার ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ মানুষ। বিশেষ করে হাওড়া ডিভিশনের (Howrah railway division) কিছু যাত্রীদের জন্য আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী ৫ ডিসেম্বর, টানা ৪ দিন অবধি হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রণ করতে চলেছে পূর্ব রেল। বহু মেল এক্সপ্রেস ট্রেন মেমু ট্রেন বাতিল থাকবে তো কিছু ট্রেন সংক্ষিপ্ত যাত্রা শেষ এবং শুরু করবে এবং কিছু ট্রেন পুননির্ধারণ হবে। চলুন তাহলে বিশদে জেনে নেওয়া যাক।
বহু মেমু ট্রেন বাতিল করল রেল
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ল্যাডার শিফটিং সংক্রান্ত কাজের পরিপ্রেক্ষিতে হাওড়া ডিভিশনের বর্ধমান-খানা শাখায় খানা স্টেশনে ২ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর অবধি চার দিনের প্রি নন ইন্টারলকিং এবং ৬ থেকে ৮ ডিসেম্বর অবধি টানা ৩ দিন নন ইন্টারলকিং কাজ করা হবে। যে কারণে বহু ট্রেন চলাচলের ওপর ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গিয়েছে বর্ধমান থেকে ট্রেন নম্বর ৬৩৫০৫ বর্ধমান-আসানসোল মেমু, ৬৩৫০৭ বর্ধমান-আসানসোল মেমু ৫,৬ এবং ৭ ডিসেম্বর বাতিল থাকবে।
অপরদিকে ট্রেন নম্বর ৬৩৫১১ বর্ধমান-আসানসোল মেমু ৬ ডিসেম্বর, ৬৩৫১৩ বর্ধমান-আসানসোল মেমু, ৬৩৫৪৯ বর্ধমান-আসানসোল ৬৩৫১৭ বর্ধমান-আসানসোল মেমু, ৬৩৫২৩ বর্ধমান-আসানসোল মেমু, ৬৩৫৮৩ বর্ধমান-রামপুরহাট মেমু এবং ৬৩০১১ বর্ধমান-রামপুরহাট মেমু ৬ এবং ৭ ডিসেম্বর বাতিল থাকবে।
কোন কোন মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩১৮৭ শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, ১২৩৩৭ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, ১৩০১১ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ২২৩২১ হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস, ১২৩৮৩ শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, ১৩১৭৯ শিয়ালদা-সিউড়ি মেমু এক্সপ্রেস বাতিল থাকবে। উল্লেখিত ট্রেনগুলি আপ এবং ডাউন উভয়েই বাতিল থাকবে।

এদিকে ১২৩৪৩ শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গীপুর রোড এবং নিউ ফারাক্কা স্টেশনে স্টপেজ সহ পথ পরিবর্তন করে নৈহাটি লিঙ্ক কেবিন-ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফারাক্কা হয়ে চলবে। এছাড়া ১৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস এবং ১৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপধাম, কাটোয়া, সালার, বাজারসৌ, খাগড়াঘাট রোড এবং আজিমগঞ্জ স্টেশনে স্টপেজ সহ পথ পরিবর্তন করে ব্যান্ডেল-কাটোয়া- আজিমগঞ্জ হয়ে চলবে।