সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল দারুণ এক সুখবর। এবার কলকাতা থেকে দিল্লি যাওয়া আরও সহজ হতে পারে। কথায় আছে ‘দিল্লি অব দূর নেহি’, এবার সত্যিই হয়তো তাই হতে চলেছে। এক কথায় সকলের দীর্ঘদিনের ইচ্ছাপূরণ হতে পারে বলে মনে হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই হয়তো হাওড়া থেকে দিল্লি অবধি বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার (Howrah-Delhi Vande Bharat Sleeper) ছুটতে পারে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সামাজিক মাধ্যমে এমনই দাবি করা হচ্ছে। চলুন আরও বিশদে জেনে নেবেন।
এবার হাওড়া থেকে দিল্লি অবধি ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস?
একটি ফেসবুক পেজে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই হয়তো হাওড়া টু দিল্লি অবধি বন্দে ভারত স্লিপার ট্রেন ছুটতে পারে। রুট হতে পারে ধানবাদ, গয়া, পন্ডিত দিনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল। ট্রেনটি রবিবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলতে পারে বলে খবর।
কতক্ষণ সময় লাগবে?
বর্তমানে যেখানে হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ১৭ ঘন্টা ১৫ মিনিট সময় নেয়, যেখানে ধনবাদের থেকে নতুন দিল্লি পর্যন্ত যাত্রা ১৪ ঘন্টা ০৫ মিনিট সময় নেয়। তবে বন্দে ভারত এক্সপ্রেস যাত্রার সময় ১.৫ থেকে ২ ঘণ্টা কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। বর্তমান ট্রেনগুলোর উপর যাত্রীর চাপ কমাতে যেমন হাওড়া ও শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এবং শিয়ালদহ-বিকানের দুরন্ত এক্সপ্রেস ছুটে চলেছে। এও শোনা যাচ্ছে যে নাকি হাওড়া ও নয়াদিল্লি থেকে সময়সূচি প্রায় চূড়ান্ত হয়েছে! যদিও রেলের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। তবে এই ট্রেন পরিষেবা যদি শুরু হয় তাহলে সাধারণ মানুষ ব্যাপকভাবে লাভবান হবেন।