বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে মিটেছে অপেক্ষা। গত শনিবার রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের হাত ধরে পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন হয়। আর তার পর পরই ট্রেনটির অফিসিয়াল টাইম টেবিল (Purulia Howrah Train Time) প্রকাশ করেছে পূর্ব রেল। রেলের তরফে প্রকাশিত সময়সূচি মেনেই গতকাল থেকে নিয়মিত যাত্রা শুরু করেছে হাওড়া-পুরুলিয়া ভায়া মসাগ্রাম মেমু প্যাসেঞ্জার।
পূর্ব রেলের নির্ধারিত সূচি অনুযায়ী, গতকাল পুরুলিয়া থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করে আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলেই ফের পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি। চলুন জেনে নেওয়া যাক পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মসাগ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচী।
পুরুলিয়া-হাওড়া মেমু প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচী
সদ্য পূর্ব রেলের তরফ পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মসাগ্রাম পর্যন্ত মেমু প্যাসেঞ্জার ট্রেনটির গোটা সময়সূচী প্রকাশ করা হয়েছে। আর সেই সূচি অনুযায়ী, সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন। বলে রাখি, হাওড়া থেকে রেলের নির্ধারিত সময় অর্থাৎ বিকেল 4টে বেজে 15 মিনিটে ছেড়ে ট্রেনটি পুরুলিয়ায় পৌঁছবে রাত 11টা 55 মিনিটে। এই যাত্রা পথে ট্রেনটি মোট 283 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।
বলে দিই হাওড়া থেকে ছেড়ে পুরুলিয়া যাওয়ার পথে ট্রেনটি মসাগ্রাম স্টেশনে পৌঁছবে 6:30 মিনিটে। একইভাবে নির্ধারিত সূচি অনুযায়ী, ওই একই ট্রেন বাঁকুড়া স্টেশনে পৌঁছবে রাত 11টা বেজে 5 মিনিটে। অন্যদিকে পুরুলিয়া থেকে পরেরদিন ভোর 4টের সময় ছেড়ে ট্রেনটি হাওড়া স্টেশনে পৌছবে সকাল 11টা 40 মিনিটে। ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করার সময় মসাগ্রাম স্টেশনে ঢুকবে 9:40 নাগাদ। বলে রাখি শুক্রবার হাওড়া থেকে এবং শনিবার পুরুলিয়া থেকে এই ট্রেন ছাড়বে না।
অবশ্যই পড়ুন: এশিয়া কাপে ভারতে খেলতে আসতে পারবে না পাকিস্তান দল! ঝটকা দিতে চলেছে দিল্লি
হাওড়া থেকে পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ
পূর্ব রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার হাওড়া থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করা ট্রেনটি লিলুয়া, বেলুড়, বালি, বেলানগর, ডানকুনি, জানাই রোড, বারুইপাড়া, কামারকুন্ডু, চন্দনপুর, বেলমুড়ি, গুড়াপ, জৌগ্রাম, মসাগ্রাম, বাঁকুড়া, আদ্রা হয়ে পুরুলিয়া স্টেশনে ঢুকবে। একইভাবে ফিরতি পথেও উপরিউক্ত স্টেশন গুলি দিয়েই হাওড়ায় আসবে মেমু প্যাসেঞ্জার ট্রেনটি।
হাওড়া থেকে পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেনটির ভাড়া
বলা বাহুল্য, সপ্তাহে ছয় দিন পুরুলিয়া থেকে হাওড়া আবার হাওড়া থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এই মেমু প্যাসেঞ্জার ট্রেনটি। তবে এই যাত্রা পথে প্রত্যেকবারই ট্রেনটি মসাগ্রাম হয়ে তবেই গন্তব্যে পৌঁছবে। ফলত, মসাগ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী মানুষজন এই ট্রেনে চেপেই হাওড়ায় পৌঁছতে পারবেন। এবার আসি ভাড়ার প্রসঙ্গে। পূর্ব রেলের তরফে হাওড়া থেকে পুরুলিয়া এবং পুরুলিয়া থেকে হাওড়া যেতে যাত্রীদের ভাড়া বাবদ 60 টাকা ধার্য করা হয়েছে। তবে খড়গপুর রুটে ভাড়া লাগবে 65 টাকা।