হাওড়া নয় সিঙ্গুরে মোদীর জনসভা! কী হবে শেষ মুহূর্তে সফরসূচি?

PM Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেশ সরগরম রাজনৈতিক হাওয়া। প্রচারে যাতে কোনো ত্রুটি না থাকে, তার জন্য এখন থেকেই ময়দানে নেমে পড়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলি। এমতাবস্থায় ভোটের আগে বাংলায় ফের আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী ১৭ ও ১৮ জানুয়ারি রাজ্যে সফর করতে পারেন প্রধানমন্ত্রী। কিন্তু এবার সেই জনসভাকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের সভাস্থল নিয়ে শুরু হল জল্পনা। হাওড়া নয়, হুগলির সিঙ্গুরেই মোদীর জনসভা করতে চায় বঙ্গ বিজেপি।

সিঙ্গুর জনসভা করার দাবি বঙ্গ বিজেপি

বিজেপি সূত্রে খবর, প্রথমে ১৮ জানুয়ারি হাওড়ায় প্রধানমন্ত্রীর জনসভা করার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে দিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। হাওড়া নয় তার বদলে সিঙ্গুরে সভা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই আবহে সোমবার প্রধানমন্ত্রীর সচিবালয়ে চিঠিও পাঠানো হয়েছে। তবে শেষ পর্যন্ত হাওড়া না সিঙ্গুর, সেই সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর দফতরই। অর্থাৎ ,সফরসূচি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। তবে আপাতত উত্তরবঙ্গের কর্মসূচি প্রায় নিশ্চিত হলেও দক্ষিণবঙ্গে এখনও সভাস্থল নির্ধারণ হয়নি।

আরও পড়ুনঃ ছয় ঘণ্টা অবধি সফর সময় কমতে পারে কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপারে

কেন সিঙ্গুরকেই বাছাই করল বঙ্গ বিজেপি?

সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা সিঙ্গুরে করা নিয়ে বঙ্গ বিজেপির একাংশ দাবি তুললেও এর পিছনে যে যথেষ্ট কারণ আছে তা বেশ বুঝতে পেরেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁরা মনে করেন, সিঙ্গুর আন্দোলন একসময় বাম জমানার রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের উত্থানের বড় হাতিয়ার হয়ে উঠেছিল। সেই আন্দোলনের মূল টাটা কারখানা বিতর্ক এবং শিল্পনীতির স্মৃতি এখনও রাজনীতির কেন্দ্রে দগদগ করছে। তাই সেই স্থানে সভা করে তৃণমূলের উন্নয়ন মডেলকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চাইছে বিজেপি। আর তাই হাওড়ার বদলে সিঙ্গুরকে বেছে নেওয়ার পক্ষে তারা।

আরও পড়ুন: রাজ্যজুড়ে চলা শৈত্যপ্রবাহের জেরে স্কুল ছুটির ঘোষণা সরকারের

দলীয় সূত্রে জানানো হয়েছে, আগামী ১৭ জানুয়ারি মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হওয়ার কথা। পরের দিন, অর্থাৎ ১৮ জানুয়ারি হাওড়া স্টেশন থেকে হাওড়া–গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই হাওড়া ও আশপাশের এলাকায় জনসভা করার পরিকল্পনা, এবার দেখার পালা প্রধানমন্ত্রীর দফতর কোন স্থানে জনসভা করার নিদান দেন। উল্লেখ্য, এর আগে গত ২০ ডিসেম্বর কৃষ্ণনগরের তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার নামতে না পারায় ভার্চুয়ালি ভাষণ দেন মোদী। তাই সেক্ষেত্রে কৃষ্ণনগরেও সভা হতে পারে কি না, তা নিয়েও নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment