হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান থেকে বাতিল একাধিক ট্রেন! পূর্ব রেলে ফের যাত্রী ভোগান্তি

সহেলি মিত্র, কলকাতাঃ ফের দুর্ভোগের মুখে পড়তে চলেছেন রেল যাত্রীরা। বিশেষ করে আপনিও যদি হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনের যাত্রী হয়ে থাকেন তাহলে বাড়ি থেকে বেরনোর আগে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। পূর্ব রেল সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ রবিবার থেকে হাওড়া ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। মূলত কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন ট্রেন বাতিল থাকতে চলেছে? জেনে নিন ঝটপট।

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

পূর্ব রেল সূত্রে খবর হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান থেকে বাতিল থাকবে লোকাল ট্রেনগুলি। বর্ধমান স্টেশনে আপ মেন লাইনে রেলের কাজের কারণে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, হাওড়া থেকে বাতিল থাকছে ৩টি ট্রেন। ট্রেন নম্বর 36811, 37811, 37211 বাতিল থাকবে। অন্যদিকে ব্যান্ডেল থেকে বাতিল থাকছে ট্রেন নম্বর 37781, 37783, 37785। এর পাশাপাশি বর্ধমান থেকে ট্রেন নম্বর 37782, 37786, 36822, 37824, 37826 বাতিল থাকছে।

আরও পড়ুনঃ বাড়ল আসন, হাওড়া-পাটনা বন্দে ভারত এবার ২০ কোচের! বড় সিদ্ধান্ত রেলের

একে তো ছুটির দিন। তার ওপর এরকম একগুচ্ছ ট্রেন বাতিল করা হল। এর ফলে সাধারণ মানুষের সমস্যা যে বাড়বে সেটা বলাই বাহুল্য। এটাই কিন্তু প্রথম নয়। এর আগেও হাওড়া বিভাগে বহু ট্রেন বাতিল করা হয়েছে। কিছুদিন আগে শিয়ালদা ডিভিশনে কাজের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। যার জেরে ভোগান্তির মুখে পড়েছিলেন বহু যাত্রী। এবার হাওড়া ডিভিশনের যাত্রীদের পালা।

বাংলায় ছুটবে এসি লোকাল ট্রেন

একদিকে যখন ট্রেন বাতিলের সমস্যায় নাজেহাল মানুষ, সেখানে খুব শীঘ্রই বাংলায় ছুটতে দেখা যাবে প্রথম এসি লোকাল ট্রেনকে। ইতিমধ্যে রেক এসে বাংলায় পৌঁছেও গিয়েছে। পূর্ব রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনটি শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদা-কৃষ্ণনগর রুটে সেকশনে চলবে এবং সর্বনিম্ন ভাড়া হবে ২৯ টাকা। ১০ কিমি পর্যন্ত দূরত্বে এসি লোকাল ট্রেনের ভাড়া ধার্য করা হয়েছে ২৯ টাকা। ১১ থেকে ১৫ কিমি পর্যন্ত ভাড়া- ৩৭ টাকা। ১০ কিমি দূরত্বের জন্য মান্থলি সিজন টিকিটের দাম- ৫৯০ টাকা। ১১ থেকে ১৫ কিমি দূরত্বের মধ্যে এই ভাড়া- ৭৮০ টাকা। প্রথম এসি রেক, যা মে মাসে আসার কথা ছিল, তা কয়েক সপ্তাহ দেরিতে এসেছে, তবে যাত্রীরা একমত হয়েছেন যে শহরতলির রেল ব্যবস্থায় এসি ট্রেন পরিষেবা চালু হলে শহরের পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটবে।

Leave a Comment