হাজার, ১২০০ নয়! বিজেপি জিতলে মাসে ৫০০০ টাকা ভাতার ঘোষণা শুভেন্দুর

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে টার্গেট করে এখন থেকেই নানা প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে চালু হয়েছে “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচি। সাধারণ মানুষ যথেষ্ট সাড়া দিয়েছে এই প্রকল্পে। এমতাবস্থায় একই পন্থা অবলম্বন করলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। দিলেন ভাতার প্রতিশ্রুতি।

ভাতার প্রতিশ্রুতি শুভেন্দুর

গত বুধবার অর্থাৎ ১৩ আগস্ট উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার বিজপুরে কন্যা বাঁচাও মিছিলে অংশ নিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই জনসভায় বিরোধী দলনেতা সকলের সামনে প্রতিশ্রুতি দিয়ে ঘোষণা করে বলেছেন যে, বিজেপি যদি ২৬ এর বিধানসভা নির্বাচনের ক্ষমতায় জেতে তাহলে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। তবে সকলের জন্য এই ভাতা নয়, একমাত্র তৃণমূল সরকার যাদের মামলায় জড়িয়ে জেল খাটিয়েছে তাঁদেরকেই এই ভাতা দেওয়া হবে।

শাসক দলকে হুঁশিয়ারি শুভেন্দুর

এদিন জনসভা থেকে হুঁশিয়ারি সুরে শুভেন্দু অধিকারী আরও বলেন যে , ‘শুধু পরিবর্তন নয়, বদল হবে সবকিছু। যারা অন্যায় করেছে, সুদে-আসলে শাসক দলকে সবটা ফেরত দিতে হবে। শহিদ পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তাঁর মতে জনগণ ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনলে এই প্রতিশ্রুতি শুধু কথায় নয়, বরং কাজের ক্ষেত্রেও বাস্তবায়ন হবে বলে ঘোষণা করেছেন শুভেন্দু। এদিকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলনেতার এই নয়া প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই নিয়ে কোন মতামত প্রেরণ করেনি তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: চাকরি হারানোর যন্ত্রণা থেকে বেন স্ট্রোক! প্রয়াত আদিবাসী শিক্ষক সুবল সোরেন

উল্লেখ্য এই ভাতা প্রদানের প্রতিশ্রুতি প্রথমবার নয়, এর আগেও একই ভাতার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে, বাংলায় ক্ষমতায় এলে ৫০০০ টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে। যাঁরা ‘মিথ্যা মামলায়’ জেলে গিয়েছেন, তাঁদের জন্য এই উদ্যোগ বলে বুথকর্মীদের সভায় বার্তা দিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেই নির্বাচনে বিজেপি খুব একটা ভালো ফল করতে পারেনি। এবার দেখার পালা বিধানসভা নির্বাচনীতে বিজেপি কেমন ফলাফল করে।

Leave a Comment