হাড় কাঁপানো ঘটনা নাইজেরিয়ায়! বেছে বেছে ৬৩ জনকে গুলি করে মারল দুষ্কৃতীরা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 63 জনের (63 Died In Nigeria)। ইয়াহু নিউজের রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাতে দারুল জামাল শহরে এই ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে। বলা বাহুল্য, দুর্ঘটনাস্থল অর্থাৎ নাইজেরিয়া-ক্যামারুন সীমান্তে একটি সামরিক ঘাঁটিও রয়েছে। রিপোর্ট বলছে, মৃত ব্যক্তিদের মধ্যে 5 জন সেনা সদস্যও ছিলেন।

হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গভর্নর

রিপোর্ট অনুযায়ী, সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম। সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান, এই ঘটনা সত্যিই দুঃখজনক।ওই সম্প্রদায়টিকে কয়েক মাস আগে পুনর্বাসন করা হয়েছিল। তারা স্বাভাবিকভাবে জীবন যাপন করতেও শুরু করে দিয়েছিল।

বোর্নোর গভর্নর আরও বলেন, এখনও পর্যন্ত আমরা হামলার ঘটনায় 63 জনের মৃত্যু নিশ্চিত করেছি। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সেনা সদস্য উভয়ই রয়েছেন। 2013 থেকে 2015 সালের মধ্যে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম বিদ্রোহের পর থেকে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা কিছুটা হলেও কমেছে। কিন্তু তা সত্ত্বেও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী উত্তর-পূর্বের গ্রামগুলিতে ক্রমাগত হামলা চালিয়ে গিয়েছে।

সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে বোর্নো রাজ্যের গভর্নর জানান, সশস্ত্র বাহিনীর হামলা ঠেকানোর জন্য নাইজেরিয়ার সেনাবাহিনীর জনবল পর্যাপ্ত নয়। তাই খুব শীঘ্রই ফরেস্ট গার্ডসের নবগঠিত বাহিনীকে ওই অঞ্চলে মোতায়ন করা হবে। এদিকে গোটা ঘটনায় বারবার প্রশাসনের দিকে আঙুল তুলছেন অনেকেই।

অবশ্যই পড়ুন: কাঠের মালা নিয়ে বিতর্কিত মন্তব্য, মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মতুয়াদের!

প্রসঙ্গত, প্রত্যক্ষদর্শীদের একটা বড় অংশ জানিয়েছে, গত শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি মোটরসাইকেলে করে এসে আচমকা গুলি চালাতে শুরু করেন, আগুন জ্বালিয়ে দেওয়া হয় পার্শ্ববর্তী ঘরগুলিতে। মালাম বুকার নামক এক গ্রামবাসী জানিয়েছেন, দুষ্কৃতীরা অস্ত্র হাতে চিৎকার করতে করতে আসেন এবং সাধারণ মানুষের উপর গুলি চালাতে শুরু করেন। দুর্বৃত্তদের গুলির আঘাতে বেশ কয়েকজন সেনা কর্মীরও মৃত্যু হয়েছে বলেই দাবি করেন ওই প্রত্যক্ষদর্শী। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ।

Leave a Comment