সৌভিক মুখার্জী, কলকাতা: কয়েকদিন হালকা পারদ ওঠার পর শীতের দাপট ফের ফিরতে চলেছে বাংলায়। আপাতত হার কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক স্বস্তি মিললেও আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) বলছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ টের পাওয়া যাবে। এমনকি তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং মকর সংক্রান্তির দিন দক্ষিণবঙ্গে পারদ আরও নিচের দিকে নামার আশঙ্কা তৈরি হচ্ছে।
বর্তমান তাপমাত্রার পরিস্থিতি কী বলছে?
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট তুলনামূলকভাবে বেশি। সেখানে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকছে। আর গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল একেবারে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি কম। আবার সেই তুলনায় কিছুটা পারদ উঠলেও এই স্বস্তি দীর্ঘস্থায়ী নয় বলেই দাবি করছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা
এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ সকাল থেকে প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছিও নেমে আসতে পারে বলে সূত্রের খবর। এর পাশাপাশি উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকায় দিনেও শীতল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর উত্তরবঙ্গের তিন জেলায় শীতল দিন বজায় থাকবে। ফলে দিনভর কনকনে ঠান্ডার অনুভূতি দেখা দিতে পারে।
প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব সংলগ্ন ভারত মহাসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর তা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। যদিও আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী এই সিস্টেমে কোনওরকম সরাসরি প্রভাব বাংলার উপর পড়বে না।
আরও পড়ুন: ৪৩ বছরে নিভল বাতি, প্রয়াত ইন্ডিয়ান আইডল খ্যাত প্রশান্ত তামাং, ছিলেন কলকাতা পুলিশেও
এদিকে বর্তমানে দেশের একাধিক রাজ্যে চরম শীতের দাপট উপভোগ করা যাচ্ছে। রাজস্থান থেকে শুরু করে দিল্লি, পাঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে উড়িষ্যা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্য শীতের প্রভাব দিনের পর দিন বাড়ছে। আর তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দফতরের সূত্র মারফত খবর।