প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের শুরু থেকেই শীতের (Weather Update) চাদরে একটু একটু করে ঢেকে গিয়েছে গোটা রাজ্য। বাদ যায়নি অন্যান্য রাজ্য। কোথাও কোথাও ইতিমধ্যেই বইতে শুরু করেছে হিমেল হাওয়া। IMD-র পূর্বাভাস, চলতি মরশুমে উত্তর এবং মধ্য ভারতের বেশ কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা প্রবল। শৈত্যপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। এমতাবস্থায় বড় দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, সেই নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
পশ্চিমবঙ্গে শীতের আমেজ আরও জোরালো হচ্ছে। উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। এই অবস্থায় আজ অর্থাৎ শনিবার নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার ইঙ্গিত মিলেছে, যদিও রাজ্যের উপর উত্তুরে হাওয়ার প্রভাব যথেষ্ট শক্তিশালী। ফলে শীতের দাপট কমার কোনও আশঙ্কা আপাতত নেই। রাজ্য জুড়েই আবহাওয়া শুষ্ক থাকবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতা সহ দক্ষিন বঙ্গে শীতের আমেজ বজায় থাকবে সারাদিন। সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে চারপাশ। তবে বেলা বাড়লেই কুয়াশার চাদর কেটে যাবে। পাশাপাশি উত্তরের হাওয়ার জোরে শীতের প্রভাব খানিক বাড়বে। জানা গিয়েছে আসন্ন এক সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। অন্যদিকে বড়দিনের সময় কলকাতা ও গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত নামতে পারে। শহর ও সংলগ্ন এলাকায় পারদ নামতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রির ঘরে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন: লক্ষীর ভান্ডার নয়, এই প্রকল্পে ২৫০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, জানুন আবেদন পদ্ধতি
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ রবিবার শীতের আমেজ ভরপুর বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ঠান্ডার দাপট থাকবে বেশি। পাহাড়ে ভ্রমণকারীদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, দৃশ্যমানতা কমে যেতে পারে প্রায় ২০০ মিটারে। এই পরিস্থিতি ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস।