বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account Freeze India)! গ্রাহকদের সতর্ক করতে এমনটাই বলছে ভারতের এক জনপ্রিয় সরকারি ব্যাঙ্ক। ট্যাক্স কনসেপ্টের রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের শেষ তারিখের মধ্যে একটি বিশেষ কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বহু গ্রাহকের অ্যাকাউন্ট। মূলত সে কারণেই, একটি সতর্কতামূলক বিবৃতি জারি করে ব্যাঙ্কটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, 30 নভেম্বরের মধ্যে গ্রাহকদের KYC আপডেট করাতেই হবে।
কেন KYC গুরুত্বপূর্ণ?
KYC শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে এর অর্থ। Know Your Coustomer বা কাস্টমারকে জানার জন্যই মূলত গ্রাহকদের KYC করতে বলে থাকে ব্যাঙ্কগুলি। এ প্রক্রিয়ায় মূলত ব্যাঙ্ক গ্রাহকের পরিচয়, ঠিকানা সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করবে। যা ঘরে বসে অনলাইন মাধ্যমেও করে নিতে পারেন গ্রাহকরা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বলছে, নিজেদের অ্যাকাউন্ট সচল রাখতে, জালিয়াত থেকে বাঁচতে এবং অর্থপাচার আটকাতে KYC করা বাধ্যতামূলক। আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে দেখা হয় অ্যাকাউন্টটি সঠিক ব্যক্তির নামে চলছে কিনা বা তিনি আদৌ জীবিত রয়েছেন কিনা!
PNB সম্প্রতি তাদের গ্রাহকদের একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যাঁদের KYC এখনও পেন্ডিং রয়েছে, তাঁরা আগামী 30 নভেম্বরের মধ্যে এই প্রয়োজনীয় কাজটি করে নিন। অন্যথায় বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যদিও তা সাময়িক। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করালে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে যাবতীয় নথিপত্র নিয়ে ছুটতে হবে ব্যাঙ্ক এ। যেখান থেকেই KYC আপডেট সহ যাবতীয় কাজ সেরে পুনরায় অ্যাকাউন্ট খোলা যাবে।
আপনার KYC আপডেট রয়েছে কিনা কীভাবে জানবেন?
আপনি যদি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন তবে আপনাকে প্রথমে PNB র অনলাইন ব্যাঙ্কিং পোটাল বা ওয়েবসাইটে চলে যেতে হবে। দ্বিতীয় ধাপে সেখানে নিজের ফোন নম্বর বা ইমেইল অথবা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এরপর ব্যক্তিগত সেটিংস অথবা প্রোফাইল বিভাগে যেতে হবে। সেখান থেকে KYC স্থিতি পরীক্ষা করতে পারবেন। যদি আপনার KYC পেন্ডিং থাকে তবে সেখানেই আপনাকে একটি সতর্কতা মূলক বার্তা দেখানো হবে। তবে যদি KYC আপডেট করা থাকে তবে সেখানেই লেখা থাকবে KYC Updated।
অবশ্যই পড়ুন: চোখের পর এবার বাচ্চা চুরির অভিযোগ সরকারি হাসপাতালে! হুলুস্থুল কাণ্ড আরামবাগে
কীভাবে KYC আপডেট করাবেন?
একজন গ্রাহক চাইলে নিজের পার্শ্ববর্তী PNB শাখায় গিয়ে সেখানে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ফর্ম পূরণের মাধ্যমে KYC আপডেট করিয়ে আসতে পারেন। এছাড়াও ঘরে বসে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই কাজটি করতে হলে PNB One অ্যাপ ইন্সটল করে সেখানে লগইন করে নিয়ে KYC আপডেট করাতে পারবেন। পাশাপাশি PNB র ইন্টারনেট ব্যাঙ্কিং সাইট বা পোর্টালে লগইন করে নিজের প্রোফাইল থেকে KYC আপডেট করিয়ে নেওয়া যেতে পারে।