সহেলি মিত্র, কলকাতাঃ ভারতীয় রেল কর্মীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে (SBI) যেসব রেল কর্মীদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে তাঁরা ১ কোটি টাকার দুর্ঘটনাজনিত মৃত্যু কভার (SBI Railway Insurance) পাবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। রেলওয়ে এবং এসবিআইয়ের মধ্যে একটি নতুন অংশীদারিত্ব হয়েছে, যার অধীনে এই সুবিধা প্রদান করা হবে।
রেল কর্মীরা পাবেন ১ কোটি টাকার দুর্ঘটনা বীমা
রেল ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এহেন যুগলবন্দীর লক্ষ্য হল কর্মীদের অতিরিক্ত সুরক্ষা এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা। এই নতুন সুবিধার আওতায়, যদি কোনও কর্মী কোনও ধরণের দুর্ঘটনায় মারা যান, তাহলে তার পরিবার ১ কোটি পর্যন্ত ক্ষতিপূরণ পাবে। রেল মন্ত্রকের তরফে জারি করা একটি প্রেস নোট অনুসারে, এই চুক্তির ফলে SBI-তে স্যালারি অ্যাকাউন্ট থাকা রেলকর্মীদের বীমা কভারেজের ক্ষেত্রে এক বিরাট উন্নতি হয়েছে। কর্মীদের কল্যাণের জন্য এসবিআই এবং রেলওয়ে উভয়েরই এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
রেলপথ, তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার এবং এসবিআই চেয়ারম্যান সিএস শেঠির উপস্থিতিতে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। আপনাদের জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী গোষ্ঠী বীমা প্রকল্প (CGEGIS)-এর আওতায় থাকা গ্রুপ A, B এবং C কর্মীদের দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য বীমা সুবিধা বর্তমান ১.২০ লক্ষ, ৬০,০০০ এবং ৩০,০০০ থেকে বৃদ্ধি করে ১ কোটি করা হয়েছে।
হাত মেলাল SBI ও রেল
রেল মন্ত্রকের মতে, এই চুক্তির আওতায় কিছু প্রধান বীমা কভারের মধ্যে রয়েছে ১.৬০ কোটির বিমান দুর্ঘটনা বীমা (মৃত্যু) কভারেজ এবং RuPay ডেবিট কার্ডে ১ কোটি পর্যন্ত অতিরিক্ত কভারেজ; ১ কোটির ব্যক্তিগত দুর্ঘটনা (স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা) কভারেজ; এবং ৮০ লক্ষ পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা (স্থায়ী আংশিক অক্ষমতা) কভারেজ।
আরও পড়ুনঃ রেল লাইনে ফাটল, অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর! বাতিল ৬৮ ট্রেন
শুধু তাই নয়, SBI-তে স্যালারি অ্যাকাউন্ট থাকা রেল কর্মীরা এখন ১০ লক্ষ টাকার বিনামূল্যে স্বাভাবিক মৃত্যু বীমা কভারেজের জন্যও যোগ্য। মন্ত্রক জানিয়েছে যে এর জন্য কোনও প্রিমিয়াম বা মেডিকেল পরীক্ষার প্রয়োজন নেই।