হামলা করবে আমেরিকা? আকাশসীমা বন্ধ করে দিল ইরান

Iran Airspace Closed

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের পশ্চিম এশিয়ায় অশান্তি। আচমকা নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল ইরান (Iran Airspace Closed)। বুধবার গভীর রাতে দু’ঘণ্টার জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। এমনকি পরে সেই সময়সীমা আরও বাড়ানো হয় বলেই খবর। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, বিশেষ অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক বিমান ইরানের আকাশসীমা ব্যবহার করতে পারবে। কিন্তু সাধারণ উড়ান পরিষেবার ক্ষেত্রে এই সিদ্ধান্ত বিরাট প্রভাব ফেলেছে।

কেন হঠাৎ করে নেওয়া হল এই সিদ্ধান্ত?

আসলে এই সিদ্ধান্তের কোনও সরকারি ব্যাখ্যা দেয়নি ইরান। তবে গত দু’সপ্তাহ ধরেই দেশটিতে ক্রমশ উত্তেজনা বাড়ছে। আন্তর্জাতিক মহলে জল্পনা চলছে, ফের কি ইরানে মার্কিন সামরিক অভিযান হতে পারে? আর এই পরিস্থিতির মাঝে আকাশসীমা বন্ধ হতে দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। তবে বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।

আরও পড়ুনঃ ফের তৈরি পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের প্রকোপ, আজকের আবহাওয়া

প্রভাব পড়তে পারে ভারতীয় বিমান পরিষেবায়

এদিকে ইরানের এই সিদ্ধান্তে সরাসরি ভারতীয় উড়ান সংস্থাগুলির আন্তর্জাতিক পরিষেবায় পড়ছে প্রভাব। এ বিষয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইরানের উপর দিয়ে যাওয়া বিমানগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে গন্তব্যে পৌঁছতে কিছুটা দেরি হতে পারে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে বিকল্প রুট সম্ভবপর না হওয়ায় ফ্লাইট বাতিল করে দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে যাত্রীদের আগাম সতর্ক করেছে সংস্থা। পাশাপাশি ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে, ইরানের আকাশসীমা বন্ধ হওয়ার জেরে একাধিক আন্তর্জাতিক রুটে পরিষেবা ব্যাহত হতে পারে।

আরও পড়ুন: লক্ষ্মীবারে বিরাট লাফ দিল সোনা, রুপোর দাম! দেখুন আজকের রেট

ইরানে হামলা করবে আমেরিকা?

এদিকে এই ঘটনার পিছনে আরও এক টুইস্ট রয়েছে। পশ্চিম এশিয়ার একাধিক দেশে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে, যার মধ্যে অন্যতম হল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। আর বুধবার সন্ধ্যাবেলা খবর ছড়িয়েছিল, কাতারের ওই ঘাঁটি থেকে কিছু অসামরিক কর্মী এবং পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকা। এই খবর সামনে আসতেই ছড়ায় উত্তেজনা। কারণ, গত বছরের জুন মাসে ইরানে মার্কিন হামলার ঠিক আগে এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল। আর তখনও কাতারের ঘাঁটি থেকে কর্মী এবং পরিবারগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এমনকি তার কিছুদিনের মধ্যেই ইরানে তিনটি পরমাণু কেন্দ্রে মার্কিন বোমা হামলা হয়।

Leave a Comment