হামিদের পর বাদ পড়লেন হিরোশি, ISL শুরু আগেই বিপদে ইস্টবেঙ্গল?

East Bengal FC release Hiroshi Ibusuki before isl

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IFA শিল্ড ডার্বি জয়ের নায়ক গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে ছেড়ে দিয়ে পরিবর্ত হিসেবে জাপানের দীঘল ফুটবলার হিরোশি ইবুসুকিকে দলে টেনেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে আজ পর্যন্ত লাল হলুদ জার্সি গায়ে নিজের কেরামতি দেখাতে পারেননি তিনি। তাঁর নামের পাশে নেই একটি গোলও। এক কথায়, দিমির পরিবর্ত হিসেবে একেবারে ডাহা ফেল করেছেন এই জাপানি এশিয়ান স্ট্রাইকার। তাতে শেষ পর্যন্ত লাল হলুদ শিবির থেকে বিদায় নিতে হলো তাঁকে। হামিদ আহদাদের পর দ্বিতীয় বিদেশি স্ট্রাইকার হিসেবে বাদ পড়লেন হিরোশি।

হিরোশির বিকল্প খুঁজছে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপাতেই তীব্র আত্মবিশ্বাস জন্মেছিল জাপানি স্ট্রাইকারের মনে। তবে সেই আত্মবিশ্বাসকে গোলে রূপান্তরিত করতে পারেননি হিরোশি। মাঝে দু একটা ম্যাচে নিজের আক্রমণের তেজ দেখিয়েছিলেন ঠিকই, তবে তাতে লাভের লাভ খুব একটা হয়নি। আর সেটাই ক্রমাগত হতাশা বাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ভক্তদের।

অবশ্যই পড়ুন: পঞ্চম শ্রেণীতে ফেল, সাড়ে ১২ টাকা নিয়ে ছেড়েছিলেন বাড়ি! সেই ছেলেই আজ ১৬,০০০ কোটির মালিক

লাল হলুদ সমর্থকদের একটা অংশ অনেক আগে থেকেই দাবি করে এসেছেন, যাঁরা দলে থেকে ভিড় বাড়াচ্ছেন তাদের ছেড়ে দেওয়াই ভাল। এর বদলে বিকল্প হিসেবে কোনও যোগ্য ফুটবলারকে দলে নিয়ে আসা হোক। এমন সব দাবির মাঝেই আচমকা, হামিদকে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল। তাঁকে ছাড়ার পেছনে যুক্তি দেওয়া হয়, মরক্কোর এই ফুটবলার নাকি জানিয়েছিলেন তিনি পরিবারের সাথে সময় কাটাতে চান। সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে ইস্টবেঙ্গল।

আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। আর তার আগে বড় মাপের দুই ফুটবলারকে ছেড়ে দেওয়া লাল হলুদের জন্য কিছুটা হলেও দুশ্চিন্তার হতে চলেছে বলেই মনে করছেন অনেকে। তবে ইস্টবেঙ্গলের কয়েকটি সূত্র দাবি করছে, হামিদ এবং হিরোশির পরিবর্তন খোঁজা শুরু হয়ে গিয়েছে। সূত্রের এও দাবি, আসন্ন সিজনের জন্য বেশ কয়েকজন ফুটবলারের সাথে কথা বলা হয়েছে। সব ঠিক থাকলে নিয়ম মেনেই যোগ্য ফুটবলার সই করানো হবে।

অবশ্যই পড়ুন: কল্যাণী এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ বাইক, বাস, সাইকেল চলাচল, বিকল্প বলে দিল পুলিশ

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার এ লিগের জনপ্রিয় দল ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে খেলেই ইস্টবেঙ্গলের পাড়ি দিয়েছিলেন হিরোশি। এই বিদেশি ক্লাবটি হয়ে 120টি গোল করেছেন তিনি। শুধু অস্ট্রেলিয়া নয়, বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবের হয়ে খেলে নিজের দক্ষতা বাড়িয়েছেন এই ফুটবলার। তবে ধাক্কা খেলেন শুধু ইস্টবেঙ্গলে এসেই। অনেকেরই প্রশ্ন, জাপানের এত বড় মাপের ফুটবলার হওয়া সত্বেও এতদিনে লাল হলুদের ঝুলিতে একটা গোলও পুরতে পারলেন না?

Leave a Comment