বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছর 2026 এর অন্যতম আকর্ষণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মার্চে শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ টুর্নামেন্টের জন্য বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। আগামী, 16 ডিসেম্বর আবুধাবিতে বসবে মিনি নিলাম (IPL 2026 Auction)। আর তার আগেই বেশ কয়েকজন দক্ষ প্লেয়ারকে টার্গেট করে রেখেছে কমবেশি প্রায় সব IPL দল। তেমনই সবচেয়ে বেশি অর্থ হাতে রেখে সদ্য IPL থেকে অবসর নেওয়া আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে টার্গেটে রেখেছে KKR। তবে মনে করা হচ্ছে, শাহরুখের দলের কাছ থেকে সেই শিকার ছো মেরে নিয়ে যেতে পারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারাও নাকি এই প্লেয়ারে নজর পেতে রয়েছে।
CSK র কাছে হারতে হবে শাহরুখের KKR কে?
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার তথা ক্রিকেটার গ্রিন। তাঁকে নিতে চাইবে সব দলই। তবে সেই তালিকায় সবচেয়ে এগিয়ে থেকে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে নিজেদের দলে ভেড়াতে প্রস্তুতি সারছে সোনালী বেগুনি ম্যানেজমেন্ট। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বড় ইঙ্গিত দিয়ে রাখল চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের তরফে সমাজ মাধ্যমে পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, CSK র ম্যাসকট লিওর কাছে ফোন আসতেই তিনি বাজারে ছুটলেন। প্রথমেই তিনি বিক্রেতার সাথে কথা বলে কিনে নিলেন কাশ্মীরি আপেল। এরপর তামিলনাড়ুর জনপ্রিয় মুখরোচক একটি খাবার কিনলেন। তারপর কিনে ফেললেন একটি কিউই ফল। এ থেকে বোঝাই যাচ্ছে তামিলনাড়ু এবং জম্মু-কাশ্মীরের দুই ক্রিকেটারের সাথে সাথে নিউজিল্যান্ডের কোনও প্লেয়ারকে নিলাম থেকে কিনতে চাইছে CSK ফ্রাঞ্চাইজি।
অবশ্যই পড়ুন: পাকিস্তান পড়ানো হবে মহাভারত থেকে গীতা! লাহোরের বিশ্ববিদ্যালয়ে ফিরল সংস্কৃত
তবে ভিডিওটির একেবারে প্রথমদিকে দেখা যায়, লিও বাজার করতে এসেই সবুজ শাকসবজি এবং সবুজ লঙ্কা বা গ্রিন চিলির দিকে ফিরেও তাকালেন না। সেই সাথে হাত দিয়ে না কেনার ইশারা দিলেন। এর থেকে চেন্নাই সুপার কিংস বোঝালো অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্রিনের উপর তাদের কোনও আগ্রহ নেই। আর এখানেই রয়েছে টুইস্ট। অনেকেই মনে করছেন, এখানেই নিজেদের গেম খেলে দিল চেন্নাই। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের ওপর উদাসীনতা দেখিয়ে আসলে অন্যান্য দলগুলিকে বিভ্রান্ত করতে চাইছে তারা। তবে পরবর্তীতে তাঁকে নিলাম থেকে কেনার জন্য ঝাঁপাবে ধোনির দল। কারণ, তাঁকে দিয়েই রবীন্দ্র জাদেজার শূন্যস্থান পূরণ করতে চায় কলকাতার প্রতিদ্বন্ধী। সব মিলিয়ে, KKR র সামনে থেকে গ্রিনকে ছো মারতে পারে চেন্নাই সুপার কিংস…