প্রীতি পোদ্দার, পাটনা: সকাল থেকেই শুরু হয়েছে চাপা উত্তেজনা। বিহার বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশ শুরু হতেই একের পর এক চমক দিয়ে চলেছে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, আশা করা যাচ্ছে এবার ফের আরও একবার একবার বিজেপি-জেডিইউ-এলজেপি জোট ক্ষমতায় ফিরতে পারে বিহারে। তবে সেক্ষেত্রে হয়তো সমীকরণ তছনছ করে দিতে পারে আরজেডি। এমতাবস্থায় খবরের শিরোনামে বারংবার একই প্রশ্ন উঠে আসছে যে তবে কি এবার (Bihar Assembly Election Result 2025) লালু-পুত্র তেজস্বীকে পরাস্ত করে দিতে চলেছে সতীশ কুমার?
মুখোমুখি তেজস্বী এবং সতীশ
RJD প্রধান লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের পুরনো পারিবারিক আসন রাঘোপুর থেকে৷ অন্যদিকে, তাঁর বড় দাদা, তথা লালুপ্রসাদের জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ যাদব প্রায় ৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন মহুয়া কেন্দ্র থেকে৷ গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, রাঘোপুর কেন্দ্র থেকে প্রথম দিকে বিজেপি প্রার্থী সতীশ কুমার যাদবের তুলনায় ১৩ হাজার ভোটে পিছিয়ে পড়েছিলেন পরে সেই পার্থক্য কমে দাঁড়িয়েছিল ১০০ তে। তাই এইমুহুর্তে বিহারবাসীর নজর দুই মহা যোদ্ধার দিকেই। কারণ প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সতীশ কুমার যাদব ১৫ বছর আগে লালু যাদবের স্ত্রী রাবড়িকে পরাস্ত করেছিলেন এই রাঘোপুর কেন্দ্র থেকেই। তাই এবার দেখার পালা তেজস্বী যাদবকে সে হারাতে পারেন কিনা।
কে এই সতীশ কুমার?
সতীশ কুমার আসলে যাদব সম্প্রদায়ের লোক। আসলে RJD থেকেই নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি। আরজেডির হাত ধরেই। এরপরে ২০০৫ সালে তিনি যোগ দেন জনতা দল ইউনাইটেডে নাম লেখান। যদিও সেই বছরেই এই রাঘোপুরেই রাবড়ি দেবীর কাছে হার স্বীকার করেন তিনি। সেই সময় ২৫ হাজারের বেশি ভোটে জিতেছিলেন লালু-পত্নী। এরপরও ২০১৫ সালে নিজের আসন অক্ষত রাখার চেষ্টা করেছিলেন সতীশ কিন্তু, সেবারও তিনি দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। দুবার হেরেছিলেন তেজস্বীর কাছে। তবে এই বছর ভোটের রেজাল্ট বদলে দিতে পারে সমস্ত রাজনৈতিক ছকের হিসেব। এইমুহূর্তে তেজস্বী কখনও এগোচ্ছেন, কখনও পিছিয়ে যাচ্ছেন। লিড ধরে রাখতে পারছেন না মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। বিজেপির সতীশ কুমারের থেকে ফের ৩০০ ভোটে পিছিয়ে গেলেন তিনি।
আরও পড়ুন: বাভুমার বডি শেমিং, ভয়ঙ্কর অভিযোগ বুমরাহর বিরুদ্ধে! কী বলেছেন জসপ্রীত?
জয়ের উচ্ছ্বাস বিজেপিতে
বিহারে দলের সাফল্যে দিল্লিতেও উল্লাসে মেতেছেন বিজেপি কর্মীরা। সংবাদসংস্থা এএনআই প্রকাশিত এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, দলীয় পতাকা, ঢোল নিয়ে রাস্তায় নেমে পড়েছেন বিজেপির মহিলা সমর্থকেরা। বিরাট ব্যবধানে জয় নিশ্চিত ধরে নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করতে শুরু করেছে শাসক জোট। বিহারের বিভিন্ন প্রান্তে জয়োল্লাস শুরু করে দিয়েছেন বিজেপি এবং জেডিইউ কর্মীরা। জানা গিয়েছে আজ অর্থাৎ, শুক্রবার সন্ধ্যা ৬টায় দিল্লিতে দলের সদর দফতর থেকে জনগণের উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।