বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে 2-1 ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। কাজেই, চতুর্থ টেস্ট ড্র হওয়ার পর পঞ্চম টেস্ট দুদলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, ইংলিশদের বিরুদ্ধে চলতি টেস্ট ভারতের জন্য ডু অর ডাই হওয়া সত্ত্বেও, বিশ্রামে রাখা হয়েছে টিম ইন্ডিয়ার পেস বিভাগের মূল স্তম্ভ জসপ্রীত বুমরাহকে।
যা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। কিন্তু ঠিক কোন কারণে পরিস্থিতি বোঝা সত্ত্বেও জসপ্রীতকে পঞ্চম টেস্টে নামালো না ম্যানেজমেন্ট? উত্তর দিলেন ভারতীয় দলের সহকারি কোচ রায়ান টেন ডেসকাট।
কেন পঞ্চম টেস্টে খেলছেন না বুমরাহ?
পঞ্চম টেস্টের প্রথম সেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন টিম ইন্ডিয়ার সহকারি কোচ রায়ান। আর এরপরই এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বুমরাহর বিশ্রাম প্রসঙ্গে মুখ খোলেন তিনি। ভারতীয় দলের সহকারি কোচ জানান, বহু ওভারে বল করেছে বুমরাহ। ওর শারীরিক অবস্থার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। আসলে, ওর একটি জটিল সমস্যা রয়েছে।
আমরা তার শারীরিক অবস্থাকে সম্মান করতে চাই। তাঁর সময় প্রয়োজন! সে এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে। সবচেয়ে বড় কথা, ম্যানচেস্টারে মাত্র এক ইনিংস বল করেছে ও। সব মিলিয়ে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম ইন্ডিয়ার সহকারী কোচ বোঝাতে চেয়েছেন, খেলোয়াড়ের ওয়ার্ক লোড এবং শারীরিক অবস্থার কথা ভেবেই পঞ্চম টেস্টে তাঁকে বিশ্রামে পাঠানো হয়েছে।
অবশ্যই পড়ুন: ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর! কী হয়েছিল সেদিন? জানুন মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের ইতিহাস
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে মাত্র 3 আসরে অংশ নিলেও, উইকেট সংখ্যার দিক থেকে অনেকটাই এগিয়ে বুমরাহ। বলা বাহুল্য, এখনও পর্যন্ত ইংলিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মোট 14টি উইকেট নিয়েছেন জসপ্রীত। হয়তো সেই কারণেই, দলের দুঃসময়ে তাঁকে ছাড়া ম্যাচ, ভাবতেই পারছেন না ভক্তরা!