সৌভিক মুখার্জী, কলকাতা: হৃদরোগীদের জীবন বাঁচাতে এবার বিরাট উদ্যোগ যোগী আদিত্যনাথ সরকারের। জানা যাচ্ছে, এবার জেলা হাসপাতাল এবং কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে 40,000 টাকার জীবনদায়ী ইনজেকশন (Free Heart Attack Injection) দেওয়া হবে। হ্যাঁ, আগে শুধুমাত্র নির্বাচিত চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতেই এই ইনজেকশন পাওয়া যেত। তবে এখন সমস্ত মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল এবং সিএইচসি কেন্দ্রগুলিতে বিনামূল্যে তা দেওয়া হবে।
বিনামূল্যে হৃদরোগীদের জীবনদায়ী ইনজেকশন
বলাবাহুল্য, বাজারে টেনেক্টেপ্লেস বা স্ট্রেপ্টোকিনেজ নামের এই ইনজেকশনটির দাম মোটামুটি ভারতীয় মুদ্রায় 40,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে। আরে এই বিশেষ ইনজেকশনটি হার্ট অ্যাটাকের রোগীদের জন্য বিশেষভাবে উপযোগী। তবে জানা যাচ্ছে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এবার থেকে যেকোনও হাসপাতাল থেকেই এই ইনজেকশন দেওয়া হবে, তাও সম্পূর্ণ বিনামূল্যে। তারপর সুপার স্পেশালিটি হাসপাতাল রেফার করা হবে।
রাজ্য সরকার ইতিমধ্যেই হাব-অ্যান্ড-স্পোক মডেলের আওতায় লোহিয়া ইনস্টিটিউট, BHU, বারাণসী, ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এবং প্রয়াগ্রাজের এলএনএন মেডিকেল কলেজে ইনজেকশনটি বরাদ্দ করেছে। পাশাপাশি জেলা হাসপাতালগুলোতেও এই ইনজেকশন মজুদ শুরু করেছে। এমনকি সিএইচসিগুলিতেও এগুলি মজুদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মালবাজারে বাড়ির উঠোনে BLO-র ঝুলন্ত দেহ! SIR-র চাপে আত্মহত্যা, দাবি পরিবারের
দৈনিক জাগরণের একটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, আগামী মাসের মধ্যে রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই ইনজেকশন মজুদ করা হবে। আর এই উদ্দেশ্যে চিকিৎসকদের জরুরী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ বিষয়ে উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন যে, রাজ্য সরকার প্রতিটি রোগীকেই এবার মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান করছে। মেডিকেল কলেজ থেকে শুরু করে যেকোনও জেলা হাসপাতালে এবার হার্ট অ্যাটাকের রোগীদের বাঁচাতে জরুরি ইনজেকশন মজুদ করা হচ্ছে। ইনজেকশনটির দাম 40,000 টাকার উপরে। কিন্তু সরকারি হাসপাতালে এটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তাই সাধারণ মানুষরা এতে বিরাট উপকৃত হবে।