হার্দিক পান্ডিয়ারা থাকতেও কেন অক্ষরকেই করা হল সহ অধিনায়ক? কারণ জানাল BCCI

India’s T20 Squad vice captain for T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই দল (India’s T20 Squad) ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে একটা সময় ভবিষ্যতের কথা চিন্তা করে 20 ওভারের ফরম্যাটে যাঁকে সহ অধিনায়ক করা হয়েছিল সেই শুভমন গিলকেই বাদ দিয়ে 15 সদস্যের স্কোয়াড গঠন করেছে নির্বাচন কমিটি। ক্রমাগত ব্যাট হাতে ব্যর্থ হওয়া সত্বেও বিশ্বকাপের লড়াইয়ে ভারতের অধিনায়কের আসনই রাখা হয়েছে সূর্যকুমার যাদবকে। তবে সহ অধিনায়কের দায়িত্বটা গিয়ে পড়েছে অক্ষর প্যাটেলের কাঁধে। আর এখানেই প্রশ্ন উঠছে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহরা থাকতে কেন অক্ষরকেই সহ অধিনায়ক করা হল?

কেন অক্ষরকেই সহ অধিনায়ক করা হল?

গতকাল দল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হতেই একাধিক প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল প্রধান নির্বাচক অজিত আগরকরকে। সেখানেই গিলের বাদ পড়া থেকে শুরু করে ঈশান কিষাণের দলে অন্তর্ভুক্তির বিষয়ে কথা বলার পাশাপাশি অক্ষর প্রসঙ্গে আসেন নির্বাচক। আগরগরকে প্রশ্ন করা হয়েছিল হার্দিক পান্ডিয়ারা থাকতেও কেন প্যাটেলকেই সহ অধিনায়ক করা হল?

এ প্রসঙ্গে মুখ খুলে টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক বলেন, “প্রথম দিকে আমরা শুভমনকে সহ অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলাম। তবে ও যেহেতু দলে নেই সেক্ষেত্রে কাউকে তো এই দায়িত্ব পালন করতেই হবে। এর আগে শুভমন যখন শুধুমাত্র টেস্ট ক্রিকেটে ছিল তখন টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল। সে ক্ষেত্রে ওর একটা অভিজ্ঞতা আছে। মূলত সে কারণেই বিশ্বকাপে ওকেই এই দায়িত্ব দেওয়া হল।”

অবশ্যই পড়ুন: কেন হঠাৎ ২ বছর পর টিম ইন্ডিয়ায় ফেরানো হল ঈশান কিষাণকে? জানালেন অজিত আগরকর

এদিন কথায় কথায় চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রসঙ্গ তুলে ধরেন আগরকর। ভারতীয় দলের প্রধান নির্বাচক একেবারে খোলাখুলি জানান, সেবার টি-টোয়েন্টি দলে অধিনায়ক সূর্য কুমারের ডেপুটি ছিলেন অক্ষর। বলাই বাহুল্য, ভারতীয় টি-টোয়েন্টির দলের সহ অধিনায়কত্ব করার পাশাপাশি গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন অক্ষর প্যাটেল। তাছাড়াও ঘরোয়া ক্রিকেটে গুজরাতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সব মিলিয়ে কুড়ি ওভারের ফরম্যাটে দল পরিচালনা করতে পারেন অক্ষর। কাজেই যোগ্য লোকের হাতে বিশ্বকাপের দায়িত্বটা দেওয়াই সঠিক হবে বলেই মনে করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে নির্বাচন কমিটি।

Leave a Comment