হাসপাতালের বেডে শুয়েই বিয়ে, হল সিঁদুর দান থেকে রেজিস্ট্রি!

marriage in hospital

সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে কোনও কিছুই যে অসম্ভব নয়, সেটা বারেবারে প্রমাণ হয়েছে। ঠিক যেমন এবার হাসপাতালের মতো জায়গায় কিনা বসল বিয়ের (Marriage) আসর। রীতিমতো ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দম্পতি। সিঁদুর দান থেকে শুরু করে শুভদৃষ্টি, মালাবদল, উলু সবই হল হাসপাতালে। এক কথায় তাঁদের গল্প যে কোনও সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে। ঘটনাকে ঘিরে বেশ হৈচৈ শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। বিশদে জানতে আগ্রহী? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

হাসপাতালে বসল বিয়ের আসর!

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে হাসপাতালে কীভাবে বিয়ের আসর বসতে পারে? কর্তৃপক্ষই বা কীভাবে ব্যাপারটিতে সম্মতি দিল? তবে বিশদে জানলে আপনিও হয়তো আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। বাংলাদেশের আফরোজা বেগম জেনারেল হাসপাতালের নিজস্ব ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয় একটি লাইভ ভিডিও। সেই লাইভ ভিডিওতে দেখা যায়, বর হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, পাশে কনে। সাধারণ সাজসজ্জা, কয়েকজন আত্মীয়-স্বজন ও হাসপাতালের কর্মীদের উপস্থিতিতে সম্পন্ন হয় সব আনুষ্ঠানিকতা।

সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি

আসলে রোগীর পূর্ব নির্ধারিত তারিখেই বিবাহ সম্পন্ন হয়েছে। মূলত লগ্ন শেষ হয়ে যাওয়ার ভয়ে হাসপাতাল বেডে শুয়ে তারা বিবাহ সম্পন্ন করেন অভিজিৎ সাহা। জানা গিয়েছে, মানিকগঞ্জ শহরের চাঁন মিয়া লেনের বাসিন্দা অরবিন্দ সাহার বড় ছেলে অভিজিৎ সাহার বিয়ের তারিখ আগে থেকেই ঠিক ছিল। কিন্তু নির্ধারিত দিনটির আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ঢাকা থেকে ফেরার পথে ধামরাইয়ে দুর্ঘটনায় মারাত্মক আহত হন বর। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অসুবিধা সত্ত্বেও দুই পরিবারের সম্মতি ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে বিশেষ কক্ষে সম্পন্ন হয় এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

এই প্রসঙ্গে অভিজিতের বাবা অরবিন্দ সাহা জানান, ‘আমরা ভাবতেই পারিনি হাসপাতালে এমন আনন্দ হবে। যেহেতু আগে থেকেই বিয়ের দিনক্ষণ ঠিকঠাক ছিলো এজন্য তারিখ পরিবর্তন না করে নির্ধারিত তারিখেই বিয়ের পাক্কা আয়োজন সেরে নিলাম।’

Leave a Comment