হাসপাতালে থেকেও তিনবার আত্মহত্যার চেষ্টা দেবলীনার! লাইভে প্রবাহকে নিয়ে বিস্ফোরক

Debolina Nandy

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে দেবলীনা নন্দীর (Debolina Nandy) আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ফেসবুক লাইভে এসে দেবলীনা গত রবিবার তাঁর সাংসারিক সমস্যার নানা কথা জানিয়েছিলেন। তাঁর দাবি, শ্বশুরবাড়ির তরফে চাপ দেওয়া হচ্ছিল নাকি তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ না রাখতে। এরপরই তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি এইমুহুর্তে শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন। আর এই নিয়ে এবার মুখ খুললেন দেবলীনার দিদি।

মায়ের সঙ্গে দেখা না করার চাপ দেবলীনাকে

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ মঙ্গলবার দেবলীনা নন্দীর ফেসবুক থেকে করা একটা লাইভে দেবলীনার দিদিকে বলতে শোনা যায়, ‘ওঁকে শ্বশুরবাড়িতে মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে। আগে আমার বোন প্রতি সপ্তাহে চন্দননগর যেত। কিন্তু একটা সময় ওকে ওঁর শ্বশুরমশাই বাড়ি থেকে বের করে দিয়েছিল। এই যে ঘটনা ঘটেছে তার ১০ মিনিট আগে পর্যন্ত প্রবাহর সঙ্গে সমস্যা হয়েছিল।” ঝামেলা প্রসঙ্গে দেবলীনার দিদি আরও বলেন, “প্রবাহ ওকে বলেছিল, মা তো তোমার পিছন ছাড়বে না, তাহলে আমি থেকে কী করব? তখন বোন বলেছিল, তাহলে আমি মাকে নিয়ে যাবো না প্রোগ্রামে তাহলে তুমি চল আমার সঙ্গে।’ কিন্তু এর পরে প্রবাহের কোনো উত্তর পাওয়া যায়নি, তারপর এই ঘটনা ঘটে।”

সংসারের অর্ধেক খরচ তোলে দেবলীনা!

দেবলীনা নন্দীর দিদি লাইভে এসে জানান যে, “দিনের পর দিন সংসারে শত অশান্তি থাকা সত্ত্বেও প্রবাহর প্রতি দেবলীনার ভালোবাসা অটুট। দেবলীনা জানিয়েছেন, এখনও যদি প্রবাহ এসে তাঁর খবর নেন, তাঁকে ফিরতে বলেন তাহলে দেবলীনা নাকি ফিরেও যাবেন।” সোশ্যাল মিডিয়ায় গায়িকার এই শোচনীয় অবস্থায় অনেকেই তাঁকে সাপোর্ট করলেও অনেকেই আবার বলছেন প্রবাহের টাকায় নজর ছিল দেবলীনার। সেই মন্তব্যের প্রতিবাদ করে দেবলীনার দিদি বলেন, “প্রবাহর ইনার ওয়ারটাও আমার বোন কিনে দেয়। ওঁর বাড়ির বেশির ভাগ খরচা আমার বোন চালায়। তাই প্রবাহ নন্দীর টাকার আমার বোনের দরকার নেই।’ ইনসোরেন্স বা সম্পত্তির ভাগ দিতে হবে বলে প্রবাহ এবং দেবলীনার নাকি রেজিস্ট্রি হতে দেননি প্রবাহ নন্দীর বাবা-মা, এমনই দাবি পরিবারের।

আরও পড়ুনঃ শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটির নিয়মে বদল আনছে রাজ্য সরকার!

দেবলীনার দিদি বলেন, ‘বোন এখনও পর্যন্ত ট্রমাটাইজ। প্রবাহ এখনও পর্যন্ত এল না, একবার ফোন বা ম্যাসেজ পর্যন্ত করল না। ওঁর দিকে তাকানো যাচ্ছে না। ভীষণ ভাবে কান্নাকাটি করছে। আমাদের কাছে সব প্রমাণ রয়েছে যে প্রবাহ খাবার অর্ডার করছে, খাচ্ছ, কিন্তু একবারও ফোন বা ম্যাসেজ করছে না। হাসপাতালে থেকেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে দেবলীনা।’

আরও পড়ুন: ভোটার তালিকায় নাম তুলতে এবার গ্রাহ্য হবে CAA শংসাপত্র, বড় ঘোষণা কমিশনের

প্রসঙ্গত, বছর খানেক আগে প্রবাহর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দেবলীনা। পেশায় বিমানচালক প্রবাহর সঙ্গে প্রেম করেই বিয়ে করেছিলেন গায়িকা। বাগদান, বিয়ের অনুষ্ঠান, এমনকী বিয়ের আগে- পরের নানা খুঁটিনাটি ভ্লগিংয়ের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিতেন দেবলীনা। আর সেই ভিডিওতে ধরা পড়ত স্বামী প্রবাহের সঙ্গে প্রেমের মুহূর্তও। চন্দননগরে শ্বশুরবাড়ির নানা মুহূর্তও তিনি শেয়ার করেছেন বারবার। যার জেরে শ্বশুর, শাশুড়ি, দেওর, স্বামীর সঙ্গে পরিচিত সকলেই। কিন্তু এই হ্যাপি ফ্যামিলির পিছনে যে কতটা মিথ্যে লুকিয়ে রয়েছে, তা আবারও প্রমাণিত হল।

1 thought on “হাসপাতালে থেকেও তিনবার আত্মহত্যার চেষ্টা দেবলীনার! লাইভে প্রবাহকে নিয়ে বিস্ফোরক”

Leave a Comment